Saturday , December 21 2024
Breaking News
Home / Countrywide / হারুনুর রশীদের অনুরোধে মমতাজ সংসদে বসে কাজটি করেই বসলেন সেটা হয়তো বিএনপি জানে না

হারুনুর রশীদের অনুরোধে মমতাজ সংসদে বসে কাজটি করেই বসলেন সেটা হয়তো বিএনপি জানে না

মমতাজ হলেন বাংলাদেশের একজন খুব জনপ্রিয় কন্ঠশিল্পী। তার কন্ঠে পাগল হয়নি এমন মানুষ বাংলাদেশে খুব কম খুঁজে পাওয়া যাবে। তিনি তার কোকিল কন্ঠে গান গেয়ে মাতিয়েছেন বাংলার মানুষদের। তিনি বর্তমানে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য। সম্প্রতি তিনি সংসদে বসে দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বাঙ্গালীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে গান গেয়ে অনেক প্রশংসিত হয়েছেন। আবার জানা গেছে তিনি নাকি সংসদে বিএনপির সংসদীয় দলের নেতা হারুনুর রশীদের অনুরোধে মমতাজ আরেকটি গান গেয়েছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সংসদীয় দলের নেতা হারুনুর রশীদের অনুরোধে মমতাজ আরেকটি গান গেয়েছেন তা হয়তো জানেন না রিজভী। শনিবার বিকেলে চট্টগ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতু হওয়ায় দেশের মানুষ খুশি হলেও বিএনপি তার দখল হারিয়েছে। জনগণ যখন বিএনপি ও পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের নিন্দা করছে, তখন তারা মেজাজ হারিয়ে পরস্পরবিরোধী সব ধরনের বক্তব্য দিচ্ছে। ‘

‘সরকার পদ্মা সেতু নিয়ে সংসদে গান গাইছে। বরং আওয়ামী লীগের উচিত বন্যা কবলিত মানুষদের সাহায্যে ঝাঁপিয়ে পড়া,” রিজভীর বক্তব্যের জবাবে বলেন তথ্যমন্ত্রী।

সংসদে মমতাজের গাওয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “এমপি মমতাজ যখন সংসদে বক্তৃতা শেষ করতে যাচ্ছিলেন, তখন বিএনপির সংসদীয় দলের নেতা হারুনুর রশীদ মমতাজকে আরেকটি গান গাইতে বলেন। তার অনুরোধে মমতাজ আরেকটি গান গাইলেন। আমি গাইব না। মনে হয় রিজভী সাহেব সেটা জানেন।’

প্রসঙ্গত, দলীয় নেতা হোক বা বিরোধী দলীয় নেতা হোক সবার মধ্যেই সহমর্মিতা ও সৌজন্যবোধ রেখে এক সাথে দেশের উন্নয়নে কাজ করে যাওয়াটাই সবার জন্য মঙ্গলকর বলে মনে করেন দেশের সাধারণ মানুষ। এ দেশ সবার তাই দেশের সুনাম রক্ষার্থে সবাই একজোট হয়ে কাজ করার নামই স্বার্থকতা।

About Shafique Hasan

Check Also

চরম উত্তাল, কক্সবাজারের পাশে জন্ম হচ্ছে নতুন দেশ

বাংলাদেশের পাশেই আত্নপ্রকাশ ঘটতে যাচ্ছে একটি নতুন স্বাধীন রাষ্ট্রের। যে কোনো সময় নতুন দেশটি আত্মপ্রকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *