Sunday , November 24 2024
Breaking News
Home / Countrywide / এবার রক্ষা পেল না সেই বায়েজিদের পরিবার, আশ্রয় নিতে হলো পাশের বাড়ি

এবার রক্ষা পেল না সেই বায়েজিদের পরিবার, আশ্রয় নিতে হলো পাশের বাড়ি

দীর্ঘ প্রতিক্ষার পর গত শনিবার (২৫ জুন) লাখ লাখ মানুষের উপস্থিতিতে স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও জননেত্রী শেখ হাসিনা। এরপর রোববার সকাল ৬ টা থেকে যান চলাচল শুরু হতে না হতেই রীতিমতো নানা কান্ড ঘটিয়ে বসছেন যাত্রীরা। আর তাদের মধ্যে অন্যতম একজন মো. বায়েজিদ। ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে এদিকে এবার পদ্মা সেতুর নাটবল্টু খুলে ভাইরাল হওয়া টিকটকার বায়েজিদ গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামে বায়জিদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বায়েজিদের বাড়ির সদস্য হাদিসা বেগম জানান, ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী ওই বাড়িতে এসে হামলা চালায়। পরে স/ন্ত্রা/সীরা বাড়িতে ঢুকে মালামাল লুট করে। স/ন্ত্রা/সীদের হাতে দেশীয় /অ/স্ত্র/ দেখে হা/দিসা পাশের/ ঘরে গিয়ে আশ্রয় নেয়।

এদিকে তদন্তের কাজ অব্যহত রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী। বায়েজিদের সঙ্গে এ ঘটনায় অন্য আর কেউ জড়িত আছে কিনা, সে বিষয়টি রীতিমতো খুতিয়ে দেখছেন তারা। এছাড়া পদ্মাসেতুর নাট-বল্টু খোলার অভিযোগে বায়জীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলা জানা গেছে।

About Rasel Khalifa

Check Also

লিপি ওসমানকে নিয়ে সিটি সেন্টারে শামীম ওসমান

দুবাইয়ের আজমান শহরের সিটি সেন্টার শপিং মলে আবারও দেখা মিললো নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *