Wednesday , December 25 2024
Breaking News
Home / Countrywide / আই মুতি চবি তলুম, অবশেষে রক্ষা হলো না সেই বিএনপি নেতারও

আই মুতি চবি তলুম, অবশেষে রক্ষা হলো না সেই বিএনপি নেতারও

সম্প্রতি স্বপ্নের পদ্মাসেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কুরুচিপূর্ণ মন্তব্য করে রীতিমতো বেশ বিপাকে পড়েছেন এক বিএনপি নেতা। জানা গেছে, ইতিমধ্যে অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ নামে ঐ বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গোটা দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল।

সোমবার (২৬ জুন) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধনের আগে গত ২৩ জুন আরটিভি অনলাইন ‘পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা সম্ভব নয়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। সেই খবরে আবুল কালাম আজাদ পদ্মা সেতু নিয়ে বাজে মন্তব্য করেন। যেখানে তিনি লেখেন, আই মুতি চবি তলুম।

পরে বিষয়টি স্থানীয় পুলিশের নজরে আসলে তারা ২৫ জুন সন্ধ্যায় আবুল কালাম আজাদের মোবাইল ফোন থানা হেফাজতে রেখে তদন্ত শুরু করে। এরপর সোমবার (২৭ জুন) সন্ধ্যায় তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

তবে তার ফেসবুক আইডি হ্যাক করে এমন মন্তব্য করা হয়েছে বলে দাবি করেছেন আবুল কালাম আজাদ।

এদিকে এ বিষয়ে নোয়াখালীর এসপি মো.শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার (২৮ জুন) আবুল কালাম আজাদকে আদালতে নেয়া হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

About Rasel Khalifa

Check Also

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে নয়াদিল্লির জবাব, সাবেক প্রধানমন্ত্রীর পৌষ মাস নাকি সর্বনাশ?

ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছে। নয়াদিল্লি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *