আলোচিত পদ্মা সেতু তৈরী নিয়ে নানা আলোচনার সৃষ্টি হয়। কিন্তু প্রধানমন্ত্রী সাহসি উদ্যোগে নিজস্ব অর্থায়নে স্বপ্নে পদ্মা বাস্তব রুপ লাভ করেছে। পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্যের নতুন দিগন্তের উন্মোচন হবে। এবার উদ্বোধনের পর চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হলে সেতু উঠে সেতুর রেলিংয়ের নাট বল্টু খুলে আইনের ঝামেলা পড়লেন।
পদ্মাসেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও করা বায়েজিদ নামের সেই যুবকের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। মামলায় বায়েজিদ ছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডি সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ।
তিনি বলেন, পদ্মা সেতুর নাট-বল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়। মানে হাত দিয়ে খোলা হয়নি, যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে।
এর আগে রোববার বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিদকে গ্রেপ্তার করে সিআইডি। তার বাড়ি পটুয়াখালীতে।
প্রসঙ্গত, পদ্মা সেতুতে উঠে টিকটক করতে গিয়ে রেলিংয়ের নাট-বল্টু খুলে বায়েজিদ। বিষয়টি দেখার পর তাকে আটক করে পুলিশ।