বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। এর মধ্যে তিনি কারাগারে থাকাকালীন সময়ে তার শরীরের আরও অবনতি হয়। পরে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া রোগের কারনে সরকারের নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়। পরবর্তিতে তিনি বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া রোগে আক্রান্ত হয়ে অনেক দিন হাসপাতাল থাকেন এবং সুস্থ হওয়ায় বাসায় ফিরে যান। সম্প্রতি তিনি আবারও অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি হয়ে ছিলেন। এবার বিএনপি নেত্রীকে দেখতে আসলে তার দুই নাতনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যুক্তরাজ্য থেকে তার গুলশানের বাসায় এসেছেন দুই নাতনি। সূত্র জানায়, আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাইফা রহমান রোববার বেলা সোয়া ৩টার দিকে ফিরোজায় খালেদা জিয়ার গুলাশানের বাসায় তার দাদীর সঙ্গে দেখা করতে ও তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে আসেন। রাত সাড়ে ৭টার দিকে তারা সেখানে অবস্থান করছিলেন।
তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এ বিষয়ে আর কোনো তথ্য নেই।
কোকোর স্ত্রী শর্মিলা রহমান তার দুই মেয়েকে নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন। সম্প্রতি তারা দেশে এসেছেন।
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ২৪ জানুয়ারি ২০১৫ মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মা/রা যান।
প্রসঙ্গত, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ায় তার নাতনিরা তাকে তাকে দেখতে এসেছেন বলে জানা গেছে। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর তার পরিবার যুক্তরাজ্যে বসবাস করেন।