সব ষ/ড়যন্ত্রকে নস্যাৎ করে অবশেষে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন হল। পদ্মা সেতু তৈরী কেন্দ্র করে বহু আলোচনা জন্ম নিয়েছিল দেশ-বিদেশে। তবে কোন বাধাকে আমলে না নিয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আজ বাস্তব রুপ লাভ করেছে। আর পদ্মা সেতুর মাধ্যমে শুরু হল বাংলাদেশের এক নতুন অধ্যায়। এবার পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে যা বললেন প্রধানমন্ত্রী।
দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে তিনি এর উদ্বোধন করেন। শনিবার (২৫ জুন) সকাল ১০টায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পদ্মা সেতু উদ্বোধনে হাজার হাজার দেশি-বিদেশি অতিথি উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হলেও শেষ পর্যন্ত যাননি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। গত বুধবার সেতু বিভাগের পক্ষ থেকে সেতুটির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ইউনূসের কাছে হস্তান্তর করা হয়।
ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ নিশ্চিত করেছেন যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক দেশে আছেন এবং আমন্ত্রণ গ্রহণ করেছেন।
তবে শনিবার সেতুটির উদ্বোধনী অনুষ্ঠান ড. মুহাম্মদ ইউনূসকে দেখা যায়নি।
বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে সরে যাওয়ার ঘটনায় ড. ইউনূসসহ বেশ কয়েকজন ষড়যন্ত্রে জড়িত বলে সরকার বিভিন্ন সময় দাবি করেছে। গত কয়েকদিনে বিভিন্ন বক্তৃতায় ইউনূসের ভূমিকার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশেও প্রসঙ্গটি তোলেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রন গ্রহন করেও অনুষ্ঠানে যায়নি ড. মুহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূসের সম্পর্কে তুলে ধরেন।