ভোলায় রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত এক তরুনীকে ৯৯৯এ ফোন করে পুলিশের হাতে তুলে দিয়েছেন প্রতক্ষ্য দর্শিরা। রাস্তার পাশে পড়ে থাকাকালীন সময়ে তিনি ভিশন ভাবে অসুস্থ ছিলেন। প্রচন্ড যন্ত্রনায় কাতরাচ্ছিলেন তিনি। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশি সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে তার শেষ রক্ষা হলো না।
ভোলায় রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত ২০ বছর বয়সী এক কিশোরী চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন। তার প্রয়ানের কারণ নিশ্চিত হওয়া যায়নি। বুধবার (২২ জুন) রাতে ভোলা সদর হাসপাতালে মেয়েটির প্রয়ান হয়। পুলিশ তার নিথর দেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, ভোলা সদরের আলীনগর ইউনিয়নের চৌমুহনী মোড়ে রাস্তার পাশে যন্ত্রণায় কাতরাচ্ছিল মেয়েটি। তাকে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে ভোলা মডেল থানার একটি দল মেয়েটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সন্ধ্যা ৬টায় মেয়েটির প্রয়াত হয়। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, পুলিশ ওই কিশোরীর নিথরদেহের তদন্ত প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে কীভাবে ওই কিশোরের প্রয়ান হয়েছে তা জানা যায়নি। বিষপানে তার প্রয়ান হতে পারে বলে ধারণা করছে পুলিশ। মেয়েটির নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, রাস্তার পাশে অজ্ঞাত এক তরুনীকে ৯৯৯এ ফোনের মাধ্যমে উদ্ধার করে পুলিশ। উদ্ধার করার সময়ে তরুনী শারীরিক ভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় ছিলেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলেও তাকে শেষ প্রর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। তবে কি তার এই শারীরিক অবস্থার কারন তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করছে পুলিশ।