সম্প্রতি নারায়ণগঞ্জের একটি হাসপাতালে এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এক নারী। তবে এ ঘটনার রেশ কাটতে না কাটতে এবার এমনই একটি ঘটনা ঘটেছে বরিশালেও। আর এরই ধারাবাহিকতায় নতুন করে আবারও শুরু হয়েছে নানা আলোচনা।
নারায়ণগঞ্জের পর এবার বরিশালে জন্ম নেওয়া তিন মেয়ের নাম ‘স্বপ্ন-পদ্মা-সেতু’ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে বরিশালের সদর রোডের একটি বেসরকারি হাসপাতালে তিন মেয়ের জন্ম হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরমদ্দি এলাকার বাসিন্দা বাবু সিকদারের স্ত্রী ও ভাড়াটিয়া মোটরসাইকেল চালক নুরুন্নাহার বেগম (২১)কে আজ সকালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোখলেছুর রহমান (প্রা.) হাসপাতালে ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়।
জরুরি ভিত্তিতে সকাল সাড়ে ৭টায় ড. মুন্সী মুবিনুল হক অস্ত্রোপচার করেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া তিন নবজাতক ও তার মা সুস্থ আছেন বলে জানিয়েছেন ডাঃ মুন্সী মুবিনুল হক।
এদিকে মেয়ে শিশুর বাবা বাবু সিকদার বলেন, পদ্মা সেতু উদ্বোধনের মাত্র দুই দিন আগে আমার তিন মেয়ে পৃথিবীর মুখ দেখেছে। তাদের নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আমরা, দক্ষিণের মানুষ, পদ্মা সেতু পেয়ে খুব খুশি, ঠিক যেমন আমার তিন মেয়ে আমাদের দেখে হেসেছিল। সকাল থেকে যারা আমার সন্তানদের দেখতে এসেছেন তারা বলেছেন, স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে শিশুদের নামের মিল রাখতে হবে। অবশেষে আমি আমার তিন সন্তানের নাম রাখলাম স্বপ্না, পদ্মা ও সেতু। আমি চাই তারা বড় হয়ে মানুষের কল্যাণে কাজ করবে। এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন।
তবে বাবু সিকদারের তিন কন্যাসন্তানের এমন নাম রাখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনায় মেতেছেন নেটিজেনরা। তবে যে যাই বলুক না কেন, তাদের কোনো কথা গায়ে মাখছেন না তিনি।