সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে গত দেড় বছর আগে মেক্সিকান এক তরুণী সঙ্গে পরিচয় হয় ভারতের বালির দুর্গাপুর সাহেববাগান এলাকার বাসিন্দা অরিজিতের। এরপর ধীরে ধীরে তাদের মাঝে ভাবের আদান-প্রদান শুরু হয়। আর সেই ধারাবাহিকতার মধ্যদিয়ে একপর্যায়ে তাদের মাঝে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। আর এরই মধ্যে প্রেমের টানে এবার ভারতে ছুটে এসেছেন মেক্সিকান ঐ তরুণী।
দুজনের প্রেমে গাড় হতেই হাওড়ায় প্রেমিকের কাছে ছুটে যান মেক্সিকান তরুণী। জানা গেছে, পরিবারের সঙ্গে কথা বলেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ ও লেসসি। আর ক’দিন পর জুলাইয়ে সাত পাকে ঘুরবেন তারা। এরই মধ্যে তারা ১৯ জুন রেজিস্ট্রেশন করে বিয়ে করেন। আগামী ৫ জুলাই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গাঁটছড়া বাঁধবেন দুজন।
অরিজিৎ বলেন, করোনার সময় লকডাউন শুরু হলে আমি বাড়ি থেকে কাজ করতাম। কাজের পাশাপাশি সময় কাটানোর চাবিকাঠি ছিল ইন্টারনেট। সেখানেই লেসসির সঙ্গে আলাপ।
এদিকে মেক্সিকান তরুণী লেসলিকে পুত্রবধু হিসেবে পেয়ে অনেক আনন্দিত আরিজিতের পরিবার। এ ব্যাপারে দেশটির এক সংবাদ মাধ্যমে আরিজিতের বাবা জানান, লেসলি অত্যন্ত ভালো একটি মেয়ে। তাকে পেয়ে পরিবারের সবাই খুশি। সে ইতিমধ্যেই সবাইকে আপন করে নিয়েছে।