সম্প্রতি কুমিল্লা সিটি নির্বাচন সু্ষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশন। কুমিল্লা সিটির নাগরিকরা অত্যন্ত উৎসব মুখর ভাবে তাদের ভোট দিয়েছেন। বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়ায় সিটি নির্বাচন কুমিল্লা অনুষ্ঠিত হয়েছে। তবে ফলাফল ঘোষনার ফোন কলে ফলাফল বদলে যাওয়া সম্পর্কে যা বললেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ভোটের ফল পরিবর্তনের বক্তব্যকে গুজব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সোমবার (২০ জুন) সকাল ১১টায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেছেন, ফোনে ফল পাল্টানো হয়েছে- একের পর এক হাজার হাজার মানুষ এমনটাই বলেছেন। আসলে আমাদের দেশের সংস্কৃতি এটাই, এটা একটা গুজব। মেশিনের ফল অথবা হাতের রেজাল্ট আমরা ওয়েবসাইটে তুলে দিয়েছি। এমন ঘটনা ঘটেনি।
কুসিক ভোটের পর ফলাফল ঘোষণার সময় হট্টগোল, ফলাফল নিয়ে শেষ মুহূর্তের বিতর্ক ও ফলাফল কারচুপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা রাত ৮টা পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণ করছি। কোনো বিপর্যয় দেখিনি। তবে সিসিটিভির মাধ্যমে সার্বিক পরিস্থিতি দেখছিলাম। একটা ফোনে ফল পাল্টে গেলো এমন একটি কথা শুনা যাচ্ছে। শেষ মুহূর্তে একটা ফোনে বক্তব্য পাল্টে যায়, এটা একেবারে অসম্ভব। আমি নিজেই দু-একটা টেলিফোন করেছি। রিটার্নিং অফিসার হতভম্ব অবস্থায় আমাকে ডেকে বললেন, আমি বিপদে আছি। আমি সেখানে বিকট শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি ভেবেছিলাম তাকে মারধর করা হচ্ছে।
‘তারপর আমি ডিসি-এসপিকে ফোন করলাম। তখন তারা জানান, তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে দেখছেন। তখন রিটার্নিং অফিসারকে বলেছিলাম, কোনো সমস্যা হবে না। পরে তিনি বলেন, পুলিশ এসেছে এবং লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।উচ্ছৃঙ্খল ঘটনা মাত্র ১৫ মিনিট ছিল। কোনভাবেই এটি ২০ মিনিটের বেশি স্থায়ী হয়নি। এরপর স্বাচ্ছন্দ্যে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আমরা তা দেখেছি। ‘
এর আগে, রোববার (১৯ জুন) কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে পরাজিত প্রার্থী সাক্কুকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ও ‘নির্বাচন কমিশন সম্পর্কে জনমনে বিভ্রান্তির’ অভিযোগ এড়াতে বুঝিয়ে দেয় ইসি।
প্রসঙ্গত, কুমিল্লা সিটি নির্বাচনের ফলাফল ফোন কলের মাধ্যমে পরিরর্তন হয়নি বলে মন্তব্য করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, এটি কোন ভাবেই সম্ভব নয় এটি জনগনকে বিভ্রান্তি করার জন্য বলা হয়েছে।