সম্প্রতি গত কয়েকদিন আগেই এক বিবৃতে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছিলেন, রাজধানী ঢাকায় যাদের জমি বা ফ্লাট আছে তারা সকলেই কালো টাকার মালিক। আর এরপরই তার এ মন্তব্যকে কেন্দ্র করে সারা-দেশজুড়ে শুরু হয় ব্যাপক তোলপাড়। সেই ধারাবাহিকতার মধ্যদিয়ে এবার সংসদে এ নিয়ে মুখ খুললেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।
একটা প্লট থাকার জন্য যদি কালো টাকার মালিক হয়, তাহলে অর্থমন্ত্রীর নতুন সংজ্ঞা অনুযায়ী মাননীয় স্পিকার আপনি, রাষ্ট্রপতি ও আমি কালো টাকার মালিক’— এভাবেই সংসদে অর্থমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে আগামী নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট গঠনের বিষয়েও নতুন ভাবনা তুলে ধরেন তিনি।
চুন্নু বলেন, অর্থমন্ত্রী বলেছেন, ঢাকায় যাদের ফ্ল্যাট-প্লট আছে তারাই কালো টাকার মালিক। আমি পাঁচবার এমপি ও তিনবার মন্ত্রী হয়েছি। ঢাকায় আমার কোনো বাড়ি নেই। ২০১১ সালে আমি পূর্বাচলে একটি প্লট পেয়েছি। মানে অর্থমন্ত্রীর নতুন সংজ্ঞা অনুযায়ী কালো টাকার মালিক হয়ে গেছি। মাননীয় স্পিকার আমরা যারা ঢাকায় আছি, আপনি, রাষ্ট্রপতি, আমি কালো টাকার মালিক। কিন্তু আইন অমান্য করে কালো টাকার মালিক হয়েছি কি না, তার ব্যাখ্যা সংসদে চাই। ‘
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের ঐ মন্তব্যকে কেন্দ্র করে নানা সমালোচনা করেছেন নেটিজেনরা। অর্থমন্ত্রীর এমন ভাষ্য যেন কোনো ভাবেই মেনে নিতে পারছেন তারা।