কুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুর হক রিফাতের মধ্যে ব্যাপক লড়াই চলে। তবে প্রথম দিকে সাক্কু এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বিজয়ী হন আরফানুর হক রিফাত। নির্বাচনের ফলাফল ঘোষনার পর স্বতন্ত্র প্রার্থী সাক্কু ফলাফল প্রত্যাক্ষান করেন এবং অভিযোগ করে বলেন তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এবার আরফানুর হক রিফাতের বিজয়ের হওয়ার পর যা বললেন এমপি বাহার।
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুর হক রিফাতের বিজয়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কুমিল্লা-৬ আসনের বিশিষ্ট সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
বুধবার (১৫ জুন) রাতে তিনি বলেন, রিফাতের এই জয় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও দূরদর্শিতার বিজয়।
তিনি আরও বলেন, স্বাধীনতার প্রতীক নৌকা অদম্য গতিতে এগিয়ে যাক। শেখ হাসিনার জয় হোক। সামনের দিনগুলোতে জনগণের ভোটের প্রতিফলন ঘটুক। এগিয়ে যাক কুমিল্লা। কারণ, কুমিল্লা এগোলেই, এগোবে বাংলাদেশ।
আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, কুমিল্লার জনগণ ভোটের মাধ্যমে সব অপশক্তির জবাব দিয়েছে। এই জন্য সবাইকে ধন্যবাদ। সেই সাথে কুমিল্লা সিটি কর্পোরেশনে নৌকার বিজয়ের জন্য নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাতকে অভিনন্দন জানাই।
বুধবার (১৫ জুন) কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত নির্বাচিত হয়েছেন। তিনি ১০১টি কেন্দ্রে ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকে মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।
প্রসঙ্গত, কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী হওয়ায় এমপি বাহার বলেন এটি হয়েছে সম্পূর্ন প্রধানমন্ত্রীর বিচক্ষণতায়। এভাবে সামনে এগিয়ে যাবে নৌকা প্রতীক শেখ হাসিনার নেতৃত্বে এমটায় বলেন তিনি।