রাজধানী ঢাকায় অবৈধ ক্যাসিনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার জের ধরে সাবেক যুবলীগ নেতা জি কে শামীমের বাসায় তল্লাশি চালিয়ে নগদ টাকা-অস্ত্রসহ নানা অবৈধ বিষয়বস্তু উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। আর সেই আলোকে জি কে শামীমকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থানায় মানি লন্ডারিং আইনের মামলা দায়ের হয়।
আর সেই মামলায় জি কে শামীমসহ আট জনের বিরুদ্ধে আলোচিত সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম সাক্ষ্য দিয়েছেন।
বুধবার (১৫ জুন) বিকেলে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আদালতের রেটিং অফিসে সারওয়ার আলমের সাক্ষ্য গ্রহণ করেন। সারোয়ার আলমের সাক্ষ্যগ্রহণ শেষে ১৯, ২২, ২৬ ও ২৯ জুন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষ্য গ্রহণের সময় তিনি আদালতকে বলেন, তার নেতৃত্বে আমি জি কে শামীমের বাসায় রেটিং পরিচালনা করেছি। এ সময় তার বাড়ি থেকে নগদ কোটি টাকা, অস্ত্র, এফডিআর সঞ্চয়পত্র, কিছু চেক বই ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
মামলায় এ পর্যন্ত ১০ জন সাক্ষ্য দিয়েছেন।
উল্লেখ্য, গত ২০১৯ সালের শেষের দিকে নিজ বাড়ি থেকে আটক হন সাবেক যুবলীগ নেতা জি কে শামীম। এ সময়ে তার বাসায় তল্লাশি চালিয়ে ২০০ কোটি টাকার এফডিআর চেকসহ বিপুল পরিমাণ বিদেশি টাকা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আদালত তাকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।