Friday , November 22 2024
Breaking News
Home / opinion / হায়, তার বিবেক বোধের কণামাত্র যদি থাকতো রাতের ভোটের কারিগরদের : আসিফ নজরুল

হায়, তার বিবেক বোধের কণামাত্র যদি থাকতো রাতের ভোটের কারিগরদের : আসিফ নজরুল

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচন নিয়ে চলচ্চিত্র শিল্পীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। যার ফলে চলচ্চিত্র শিল্পীরা নিজের মধ্যে বিরোধীতায় জড়িয়ে পরস্পর বিরোধী বক্তব্য দেয়। পরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। চলচ্চিত্র সমিতির সাধারন সম্পাদক পদ বিতর্ক নিয়ে সমাধানের জন্য শেষ পর্যন্ত আদালতের দ্বারাস্ত হতে হয়। তার পর থেকে একেরপর এক বিতর্ক যেন চলচ্চিত্র শিল্পীদের পিছু ছাড়ছে না। এবার চলচ্চিত্র সমিতির নির্বাচনরে উদাহারন টেনে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করলেন ড. আসিফ নজরুল। তিনি বলেন এ থেকেও সরকারকে শিক্ষা নেওয়া উচিত যে সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন না করলে চলচ্চিত্র সমিতির মত তাদেরও একই অবস্থা হবে। সরকার বিগত দুটি নির্বাচনকে বিতর্কীত করেছে যার ফলে দেশের জনগন ভোটাধীকার হারিয়েছে। নির্বাচন ব্যবস্থা নিয়ে এখন সকল রাজনৈতিক দলের মধ্যে আস্থার সংকট তৈরী হয়েছে। সে কারনে সরকারকে এমন ত্রুটিপূর্ন নির্বাচন ব্যবস্থা পরিহারের ইঙ্গিত দিলেন লেখক ড. আসিফ নজরুল।

নিজের ভেরিফাইড পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন ড. আসিফ নজরুল

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে খলনায়ক ডিপজল বলেন, ‘শিল্পীদের আর ভাবমূর্তি বলে কিছু নাই-ই। ওই এক নির্বাচনে ধ্বংস হয়ে গেছে ৯৯ ভাগ।”
হায়, তার বিবেকবোধের কণামাত্র যদি থাকতো রাতের ভোটের কারিগরদের!

About Babu

Check Also

যে কারণে সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বললেন সাংবাদিক ইলিয়াস

বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেন তার সাম্প্রতিক এক মন্তব্যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার (২০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *