গত ২০২০ সালের ৩১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পুলিশের গু/লি/তে প্রাণ হারাণ বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আর এ ঘটনায় ওসি প্রদীপ কুমার দাশকে প্রধান আসামি করে মামলা করে পুলিশ। এ মামলায় এই মুহুর্তে কারাগারে রয়েছেন তিনি।
তবে এ মামলার রেশ না কাটতেই পরবর্তীতে প্রায় ৪ কোটি টাকার দুর্নীতি মামলায় ফেঁসে যান ওসি প্রদীপ ও তার স্ত্রী কারন।
কিন্তু এদিকে এবার এই দুর্নীতি মামলায় ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের পক্ষে সাফাই সাক্ষী দিয়েছেন দুই ব্যক্তি। তারা ওসি প্রদীপের গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার।
রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে তাদের সাফাই সাক্ষ্যগ্রহণ করেন। এ সময় আসামি ওসি প্রদীপ ও চুমকি করণ আদালতে উপস্থিত ছিলেন।
দুদকের পিপি মাহমুদুল হক মাহমুদ বলেন, অবৈধ সম্পদ অর্জনের মামলায় প্রদীপ ও তার স্ত্রী চুমকি করণের বিরুদ্ধে আদালতে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে দুইজন সাফাই সাক্ষ্য দেন। যুক্তিতর্কের জন্য ২০ জুন দিন ধার্য করেছেন আদালত।
এদিকে এর আগে বেশকিছু দিন ধরে পালিয়ে ছিলেন ওসি প্রদীপ কুমারের স্ত্রী কারন। এরপর গত মাসে আদালতে আত্মসমার্পণ করে জামিনের আবেদন করেন তিনি। তবে আদালত তার জামিন আবেদন নাকোচ করে তাকে কারাগারে নেয়ার নির্দেশ দেন।