Friday , September 20 2024
Breaking News
Home / National / বিপাকে ৫০ হাজার আমিরাত প্রবাসী

বিপাকে ৫০ হাজার আমিরাত প্রবাসী

বিপাকে পড়েছে আরব আমিরাত এর থেকে আশা প্রবাসীরা মূলত ছুটিতে আসা এসব প্রবাসীরা দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরে রেপিড টেস্ট সুবিধা না থাকায় বিপাকে পড়েছেন ইতিমধ্যে বাংলাদেশিদের জন্য আমিরাত তাদের দেশে প্রবেশের জন্য উন্মুক্ত করেছে শুধুমাত্র বিমানবন্দরের পরীক্ষা সুবিধা থাকার কারণে তারা যেতে পারছেনা সে দেশে

দেশের তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ‘র‌্যাপিড টে’স্ট ল্যাব’ সুবিধা না থাকায় বি’পাকে পড়েছেন সংযুক্ত আবর আমিরাত থেকে ছুটিতে আসা প্রবাসীরা। বাংলাদেশিদের জন্য আমিরাত প্রবেশ দ্বা’র উম্মু’ক্ত করলেও শুধুমাত্র বিমান বন্দরে ক’রো’না পরীক্ষার সুবিধা না থাকায় কর্মস্থ’লে যেতে পারছে না অর্ধ ল’ক্ষ প্রবাসী।

যাদের অনেকেরই এরই মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়েছে কিংবা শে’ষ হওয়ার পথে। দ্রুত সময়ের মধ্যে বিমান ব’ন্দরে র‌্যাপিড টেস্ট ল্যা’ব স্থাপন না হলে অ’নিশ্চিত হয়ে পড়বে আ’টকে পড়া প্রবাসীদের আমিরাত যাত্রা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, ‘শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে র‌্যা’পিড টেস্ট ল্যাব চালুর বিষয়ে এখনো কোন সি’দ্ধান্ত হয়নি। তবে যতটুকু জানি শাহ জালাল বিমান বন্দরে প্রাথমিক ভাবে র‌্যা’পিড টেস্ট ল্যাব স্থাপন করা হবে।’

‘অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ’ (আটাব)’র চট্টগ্রাম অঞ্চলের নেতা আবদুল মান্নান বলেন, ‘আমিরাত প্রবাসীদের উল্লেখযোগ্য সংখ্য’কই হচ্ছে চট্টগ্রামের অধিবাসী। তাই অগ্রাধিকার ভিত্তিতে চট্টগ্রাম বিমান বন্দরে র‌্যাপিড টেস্ট ল্যাব স্থাপন জরুরী। দ্রুত সময়ের মধ্যে র‌্যা’পিড টেস্ট ল্যাব স্থাপন না হলে প্রবাসীরা যেমন ক্ষ’তিগ্রস্থ হবে। একই ভাবে ট্রাভেল ব্যবসায়ীরাও ক্ষ’তির সম্মুখীন হবেন।’

আমিরাতের বাংলাদেশী কমিউনিটি নেতা ও আট’কে পড়া প্রবাসী বেলাল উদ্দিন রনি বলেন, ‘ছুটিতে দেশে আসা অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। অনেকের আবার ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। দ্রুত সময়ের মধ্যে আমিরাতে প্রবেশ করতে না পারলে অনেককে চরম বে’কায়দা’য় পড়বে হবে। অনেকের আবার চীরতরে আমিরাতে প্রবেশের পথ ব’ন্ধ হয়ে যাবে। তাই বিমান বন্দরগুলোতে দ্রুত সময়ের মধ্যে র‌্যা’পিড টেস্ট চালুর দা’বি করছি।’

জানা যায়, দেশের ক’রো’না প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর ছুটিতে দেশে আসেন কমপক্ষে ৫০ হাজার প্রবাসী। ক’রো’নার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর আমিরাত সরকার বাংলাদেশসহ বেশ কিছু দেশের উপর নি’ষেধা’জ্ঞা জা’রি করে। প্রায় তিন মাস বন্ধ থাকার পর বাংলাদেশসহ ছয় দেশের প্রবাসীদের জন্য আমিরাতের প্রবেশ দ্বা’র উ’ম্মুক্ত করে। তবে শর্ত জু’ড়ে দেয়া হয় ফ্লাইট ছাড়ার ৬ ঘণ্টার মধ্যে র‌্যা’পি’ড পিসিআর পদ্ধতিতে ক’রো’না পরীক্ষা করে নে’গেটি’ভ রিপোর্টপ্রাপ্ত যাত্রীদের আমিরাতে প্রবেশের অনুমতি দেয়া হবে।

বাংলাদেশের কোনো বিমান বন্দরে র‌্যা’পিড পিসিআর ল্যাব না থাকায় ব্যবসায়ী ও শ্রমিকসহ ৫০ হাজার প্রবাসী। যাদের মধ্যে অনেকেরই এরই মধ্যে ভিসার মেয়াদ ও ছুটি শেষ হয়েছে। অনেকের আবার ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। দেশের ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিমান বন্দরে র‌্যা’পিড টেস্ট ল্যাব চালুর দাবিতে আ’ন্দোলন শুরু করেছে প্রবাসীরা। এরই মধ্যে তিন বিভাগীয় শহরে মানবব’ন্ধন করেছেন প্রবাসীরা। আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় ফের মানবব’ন্ধন করবে প্রবাসীরা।

বিমান বন্দরে টেস্ট ল্যাব না থাকার কারণে আরব আমিরাতে যেতে পারছে না বাংলাদেশী প্রবাসীরা যার ফলে তারা ছুটিতে এসে এখন বিপাকে পড়েছে অনেকেই ইতিমধ্যে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে যার ফলে বিপাকে পড়েছে দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দরের এই টেস্ট ল্যাব স্থাপন না হলে অনিশ্চিত হয়ে পড়বে তাদের ভবিষ্যৎ

About

Check Also

জাহ্নবী কাপুরের ভিডিও ভাইরাল (ভিডিও)

মন্দিরের সিঁড়ির একপাশে অসংখ্য ভাঙা নারিকেল। তার পাশে থেকে হামাগুড়ি দিয়ে উপরে উঠছেন বলিউড অভিনেত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *