আলোচিত পদ্মা সেতু তৈরী নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছিল। তবে সব বাধা অতিক্রম করে নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নের কাজ এখন শেষ পর্যায়ে। বর্তমান সরকারের সাহসি উদ্যোগে পদ্মা সেতু আজ বাস্তব রুপ লাভ করেছে। এ মাসেই চলাচলের জন্য খুলে দেওয়া পদ্মা সেতু। এবার পদ্মার সম্পর্কে বিএনপি মহাসচিবের বক্তব্যে নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা বলেন, পদ্মা সেতুর ভুক্তভোগীরা জানেন নদীর গুরুত্ব। শুধু খালেদা জিয়া, বিএনপি ও স্বাধীনতাবিরোধীরা জানে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসত্য ও বাজে কথার গোডাউন। তিনি বলেন, খালেদা জিয়া নাকি সবার আগে পদ্মা সেতুর উদ্বোধন করেছিলেন। সেতু উদ্বোধনের কথা শুনে ফখরুল ইসলামের মাথা গরম হয়ে যায়। বরফ দিয়েও ঠাণ্ডা করা যায় না। তাকে পাবনায় নিয়ে যেতে হবে।
শনিবার (১১ জুন) মুন্সীগঞ্জের মিরকাদিমে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রতিহত করে পদ্মা সেতু নির্মাণ করে তিনি প্রমাণ করেছেন বাংলাদেশকে কেউ নিয়ন্ত্রণে রাখতে পারবে না। আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন তিনি।
ইন্দিরা বলেন, আগে যেসব পণ্য বিদেশ থেকে আমদানি করা হতো এখন তা আমাদের দেশে উৎপাদিত হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশে কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠছে।
এসময় বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ উল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিসুজ্জামান আনিস, সদর পৌরসভার মেয়র মো. ফয়সাল বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পদ্মা সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের কড়া সমালোচনা করে প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন তাকে পাবনা্ নিয়ে যাওয়া উচিত। কারন তিনি আজগুবি সব কথা বলছেন।