গভীর রাতে বিয়ের অনুষ্ঠানের লাগাম টানতে যাচ্ছে পাকিস্তানের কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদ। সেখানকার কর্তৃপক্ষের দেওয়া নতুন নির্দেশনা অনুযায়ী রাত ১০টার পর কোন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যাবে না। এ নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন ইসলামাবাদ।
গতকাল অর্থাৎ বুধবার থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে। শুধু বিয়ের অনুষ্ঠান নয়, বিয়ের খাবারেও টান পড়েছে। বাহারি খাবারের প্রতিযোগিতাও বন্ধের পথে।
এবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেওয়া নির্দেশনা অনুযায়ী বিয়ের মেনুতে একের বেশি ডিশ/পদ রাখা যাবে না।
ইসলামাবাদ পুলিশ সতর্ক করেছে যে, কেউ এই আদেশ অমান্য করলে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।
এই আদেশের ফলে বিয়েতে খাবার পরিবেশনের ক্ষেত্রে ধনী-গরিবের মধ্যে প্রতিযোগিতা কিছুটা কমে যাবে বলে মনে করছেন অনেকে।
অনেকেই আবার মনে করছেন, শাহবাজের এই আদেশ বিয়ের আনন্দকে নিবৃত্ত করবে। তবে কেন পাকিস্তান সরকার এমন পদক্ষেপ নিচ্ছে তা জিও নিউজের প্রতিবেদনে বলা হয়নি।
উল্লেখ্য, ধনীরা সাধারণত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করে থাকে। যেখানে তাদের খাবার আয়োজন থাকে অতিমাত্রায় এবং বহু পদের। কিন্তু গরিবেরা সেটা করতে পারেনা। এই তফাত বন্ধ করার লক্ষ্যে এমন ধরনের পদক্ষেপ নিচ্ছে ইসলামাবাদ, এমনটাই জানিয়েছেন ইসলামাবাদের কয়েকজন বিশিষ্ট নেতা।
খবর জিও নিউজের।