Sunday , November 24 2024
Breaking News
Home / Countrywide / সীতাকুণ্ডে ঘটনায় প্রয়াত দমকল কর্মী নিপনের মেয়েকে অঙ্গীকারনামা প্রদান করল সেনাবাহিনী

সীতাকুণ্ডে ঘটনায় প্রয়াত দমকল কর্মী নিপনের মেয়েকে অঙ্গীকারনামা প্রদান করল সেনাবাহিনী

সম্প্রতি সীতাকুণ্ডে ডিপোতে বিস্ফোরণে আগুন নিয়ন্ত্রনের অভিযান পরিচালনা করতে গিয়ে বেশ কয়েক জন ফায়ার সার্ভিস কর্মী ও কর্মকর্তা প্রাণ হারান। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ফাইটাররাসহ আরও অনেক লোক আহত ও প্রয়াত হয়েছেন। যার কারনে তাদের পরিবার গুলো অসহায় পড়েছে। এ বিষয়ে সরকারি বেসরকারি ভাবে অনেকই সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে। এবার ফায়ার ফাইটার প্রয়াত নিপন চাকমার মেয়ের শিক্ষার দায়িত্ব নিল সেনাবাহিনী।

সীতাকুণ্ডে কনটেনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে ঘটনায় নিহত ফায়ার ফাইটার নিপন চাকমার মেয়ে উন্নতি চাকমার স্কুল জীবনের শিক্ষার দায়িত্ব নিল লেকার্স স্কুল এন্ড কলেজ।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উন্নয়ন চাকমার কাছে এ বিষয়ে অঙ্গীকারনামা তুলে দেওয়া হয়। উন্নয়ন চাকমা সেনা পরিচালিত রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। এ সময় বিদ্যালয়ের সভাপতি ও রাঙামাটি অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন এনডিসি, পিএসসি তার হাতে অঙ্গীকারনামা তুলে দেন।

এই বিষয়ে নিপন চাকমা স্ত্রী সুমনা চাকমা কৃতজ্ঞতা জানিয়ে দেশের একটি অন্যতম গনমাধ্যকে বলেন, উন্নতির বাবার মৃ/ত্যুর পর যখন আমি চারদিকে অন্ধকার দেখছিলাম, মেয়ের পড়ালেখা নিয়ে শঙ্কায় ছিলাম তখন লেকার্স কর্তৃপক্ষ মেয়ের লেখাপড়ার ভার নেওয়া ধন্যবাদ জানাচ্ছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ বলেন, উন্নয়নের ক্ষতি পূরণ হওয়ার নয়। লেকার্স কর্তৃপক্ষ চায় সে যেন তার স্কুল জীবন ভালোভাবে চালাতে পারে, তাই আমরা তার স্কুল জীবনের যাবতীয় খরচ বহন করেছি। এটা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

প্রসঙ্গত, সীতাকুণ্ডের ঘটনায় মেয়েটির বাবা প্রয়াত হওয়া তার স্কুল জীবনের শিক্ষার দায়িত্ব নেয় সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে উন্নতি চাকমার স্কুল জীবনের শিক্ষার সমস্ত ব্যয় বহন করার অঙ্গীকারনামা প্রদান করা হয়।

About Babu

Check Also

সংস্কারের নামে ভয়াবহ দুর্নীতি-লুটপাট

সংস্কার ও উন্নয়নের নামে কয়েকগুণ বেশি ব্যয় দেখিয়ে হরিলুটের ব্যবস্থা করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *