সম্প্রতি সারা-দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। যেখানে আটকে পড়া শ্রমিকদের বাঁচাতে রীতিমতো প্রাণ দিতে হয়েছে অনেক আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদেরকেও। আর এদিকে এবার সীতাকুণ্ড ট্র্যাজেডি নিয়ে অনেকটা হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করলেন ক্ষমতাসীন দলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, সীতাকুণ্ড ট্রাজেডির জন্য কেউ দায়ী থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ও আহতদের খোঁজ করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি জানান, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার তদন্ত করে যাদের অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ জানা গেছে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় শতাধিক। অন্যদিকে এখনও খোঁজ মিলছে না কারো কারো।