Wednesday , October 30 2024
Breaking News
Home / Entertainment / কেকের মৃত্যুর একদিন না যেতেই নিরাপত্তাহীনতায় রূপঙ্কর দম্পতি, জানা গেল কারন

কেকের মৃত্যুর একদিন না যেতেই নিরাপত্তাহীনতায় রূপঙ্কর দম্পতি, জানা গেল কারন

মঙ্গলবার ( Tuesday ) (৩১ মে ( May )) কলকাতার নজরুল ( Nazrul ) মঞ্চে মাইক হাতে গান গেয়ে ভক্তদের ভালই মাতিয়ে রাখছিলেন বলিউডের অত্যন্ত জনপ্রিয় ও স্বনামধন্য সঙ্গীতশিল্পী কেকে। কিন্তু কেউ কিছু বুঝে উঠার আগেই হঠাৎ করে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। কোটি ভক্তকে শোকে ভাসিয়ে রাতে ( night ) আকস্মিকভাবে গান গাইতে গাইতেই না ফেরার দেশে পাড়ি জমান কেকে।

এদিকে মৃত্যুর আগে কেকে’র গানের সমালোচনা করেছিলেন কলকাতার জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী। একটি ভিডিওতে কেকে’কে সেখানে আমন্ত্রণ জানানো নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

আর এরই জের ধরে কেকে-র ( KK-ra ) আকস্মিক মৃত্যুর পর থেকে রূপঙ্কর রাগ, অপবাদ এবং উপহাসের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। এবার তিনি প্রাণনাশের হুমকি পেয়েছেন। আর সেই অভিযোগ নিয়ে পুলিশের ( police ) দ্বারস্থ হলেন রূপঙ্কর বাগচি ( Rupankar Bagchi ) ও তাঁর স্ত্রী চৈতালি ( Chaitali ) লাহিড়ী।

চৈতালী বলল, এই অবস্থায় আমাকে ভালো থাকতে হবে। একটি নয়, একাধিক ‘হ”’ত্যা”’র’ হুমকি এসেছে। প্রশাসনকে সবকিছু জানিয়েছি। তারা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। “এ অবস্থায় আপাতত জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এই দম্পতি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেকের মৃত্যু নিয়েও চলছে নানা আলোচনা-সমালোচনা। তার মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি করে ইতিমধ্যে থানায় এক মামলাও দায়ের করা হয়েছে বলে জানা গেছে। আর এরই আলোকে বিষয়টি খুতিয়ে দেখছে প্রশাসন।

About Rasel Khalifa

Check Also

আমি আওয়ামী লীগের কেউ হলে গ্রেপ্তার করুন: ইলিয়াস কাঞ্চন

রোড এক্সিডেন্টে তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর থেকে নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *