বাংলা রুপালী জগতের এক সময়ের অন্যতম দাপুটে অভিনেত্রী সাদিকা পারভিন পপি। তবে ভক্তদের মাঝে ‘পপি’ নামেই অধিক পরিচিতি পেয়েছেন তিনি। ক্যারিয়ারে একাধিক ব্যবসায় সফল সিনেমা উপহার দিয়ে জায়গা করে নিয়েছেন কোটি ভক্তের মনে। তবে বিগত ২ কয়েক বছর হলো খোঁন নেই গুণী এই অভিনেত্রীর। এমনকি পরিবারও জানেন না, তিনি কোথায় আছেন।
মাঝে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগে কয়েক মিনিটের জন্য দেখা মিলেছিল পপির। তবে সরাসরি নয়, সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক লাইভে এসে তিনি বোমা ফাটিয়েছিলেন জায়েদ খানের বিরুদ্ধে। করেছিলেন ভয়ানক অভিযোগ।
মাঝে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের কয়েক মিনিটের জন্য দেখা করেন পপি। তবে সরাসরি নয়, সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক লাইভে এসে তিনি জায়েদ খানের বিরুদ্ধে জঘন্য অভিযোগ করেছেন।
এরপর সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাননি পপি। তিনি কি আর কখনো জনসমক্ষে আসবেন না? উত্তর হলো, প্রকাশ্যে আসবে পপি। তবে এর পেছনে একটি বিশেষ শর্ত রয়েছে।
সেই অবস্থার সঙ্গে সরাসরি যুক্ত আরেক জনপ্রিয় অভিনেত্রী নিপুণ আক্তার। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ পেতে গত ছয় মাস ধরে জায়েদ খানের সঙ্গে লড়ছেন তিনি। বারবার ছুটছে কোর্টের বারান্দায়। সম্প্রতি পপির ফেরা নিয়ে ভিডিও সাক্ষাৎকারে কথা বলেছেন নিপুন। সেখানে তিনি বলেন, পপি ফিরবেন। তবে একটি বিশেষ শর্তে।
নিপুনের কথায়, “আপনি দেখেছেন নির্বাচনের আগে পপি কিছু ভিডিও বার্তা পাঠিয়েছেন। তারপর আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। যোগাযোগ হয়েছে। শুধু এটুকুই বলা যায় যে পপি ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন ফেরার বিষয়ে ও একটা কথাই আমাকে বলেছে যে, ‘তোমার (নিপুণের) পদটা যেদিন ফিক্সড হবে, সে দিনই আমি সামনে আসব।’
অর্থাৎ, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতে যে শুনানি চলছে, সেটির রায় নিপুণের পক্ষে হলেই সোমনে আসবেন পপি।
উল্লেখ্য, ১৯৯৭ সালে ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো পা রেখেই ভক্তদের মনের মাঝে জায়গা করে নেন পপি। গুণী এই অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- কুলি, ভালবাসার ঘর, দুজন দুজনার, কারাগার, মেঘের কোলে রোদ, গঙ্গাযাত্রা, ইত্যাদি।