Monday , December 23 2024
Breaking News
Home / Countrywide / আসছে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট, বলবৎ থাকবে দেশের ১৮ টি রুটে

আসছে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট, বলবৎ থাকবে দেশের ১৮ টি রুটে

সম্প্রতি বাংলাদেশের ( Bangladesh ) মহাসড়কগুলোতে দুর্ঘটনা বেড়েই চলছে। কিছুতেই দুর্ঘটনার লাগাম টানা যাচ্ছে না। যার ফলে প্রতিদিনই দুর্ঘনটনার শিকার হয়ে প্রাণ হারাচ্ছেন অনেকে। বেশির ভাগেই সড়কে রয়েছে অব্যবস্থাপনা যার কারনে এ ঘটনাগুলো ঘটছে। সড়কের এই অব্যবস্থার জন্য এবার অনিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিল খুলনা পরিবহন-মালিক সমিতি।

অবৈধ নসিমন, করিমন ( Karimon ), আলমসাধু ( Alamsadhu ), ভাটভাটি, মাহিন্দ্রা ও শ্যালো বন্ধের দাবিতে বুধবার (১ জুন ( June )) থেকে খুলনার ( Khulna ) ১৮টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন জেলা বাস-মিনিবাস ( Bus-minibus ) কোচ মালিক সমিতি ও বাস-মিনিবাস ( Bus-minibus ) কোচ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। খুলনা জেলা বাস-মিনিবাস ( Bus-minibus ) কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ( Anwar Hossain ) সোনা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, মহাসড়কে নসিমন-করিমনসহ অবৈধ যানবাহন চলাচলের কারণে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় বাস যাত্রীর সংখ্যা কমেছে। এ অঞ্চলের পরিবহন মালিকদের ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে মহাসড়কে ইজিবাইক, মহেন্দ্র, নছিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছি। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে দীর্ঘদিন ধরে এ অঞ্চলের পরিবহন মালিক-শ্রমিকরা বিক্ষোভ ও আন্দোলন করে আসছেন।

এদিকে সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে ৩০ মে সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে প্রশাসনকে। কিন্তু দাবি আদায় না হওয়ায় ১ জুন থেকে খুলনা-ঢাকা, খুলনা-মাওয়া, খুলনা-বাগেরহাট, খুলনা-যশোর, খুলনা-কুষ্টিয়া, খুলনা-সাতক্ষীরা, খুলনা-পাইকগাছা, গোপালগঞ্জ, মাদারীপুরসহ ১৬টি রুট অনির্দিষ্টকালের জন্য পরিবহন চলাচল বন্ধ থাকবে।

প্রসঙ্গত, মহাসড়কে বিভিন্ন ধরনের অবৈধ্য পরিবহন ছোট ছোট পরিবহন চলাচলের কারনে প্রায় দুর্ঘটনা ঘটছে। এ জন্য বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে যাত্রিবাহি পরিবহনগুলো। এ কারনে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে।

About Babu

Check Also

আকাশ থেকে দোকানের উপর আছড়ে পড়ে বিমান, নিহত সব আরোহী

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় গ্রামাদো শহরে একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ১০ জনই প্রাণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *