Monday , December 23 2024
Breaking News
Home / Countrywide / ভালোবাসতে না পারলে এড়িয়ে চলবেন, অমানুষের মতো আচরণ করলে আইনি ব্যবস্থা

ভালোবাসতে না পারলে এড়িয়ে চলবেন, অমানুষের মতো আচরণ করলে আইনি ব্যবস্থা

রাস্তায় অসহায়ের মত শুয়ে থাকা অগনিত অবহেলিত প্রানী রয়েছে যাদের সাথে মানুষের বর্বরতার পরিমান দিনকে দিন বেড়েই চলেছে। নিরিহ প্রাণীগুলোর সাথে এই বর্বরতা খুবই অমানবিক। পথের অসহায় এই প্রানীদের সাথে এই রকম অমানবিক কার্যকলাপ থেকে সবাইকে দুরে থাকার আহ্বান জানিয়েছেন এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি ইফতেখায়রুল ইসলাম।

এই যে রাস্তায় অসহায় শুয়ে থাকা বিড়াল, কুকুরছানাগুলোকে ( Puppies ) তোমরা বর্বরের মতো মেরে ফেলো, তোমাদের বুকে ব্যাথা নেই! আচার-আচরণ দেখে মনে হয় মানুষের হায়েনা! প্রকৃতির খাতা সব সময় দেখা যায় না, মনে রেখো…! অসহায়, নিরীহ প্রাণীর কষ্ট উপলব্ধি করা যায় না, একমুঠো খাবার দিয়ে কখনো দেখা যায় না, উল্টো প্রাণ নিয়ে নেন, হিসেব শেষ হয়ে গেছে ভেবে উল্টো জীবন নিয়ে যায়? সেই দিন বেশি দূরে নয় যেদিন অদূর ভবিষ্যতে আপনার সন্তান ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হবে! ভালোবাসতে না পারলে এড়িয়ে চলবেন, নিরীহ, অসহায়দের ওপর জালিমদের মতো আচরণ করবেন না। মনে রাখতে হবে পশু কল্যাণ আইন, এর বাস্তবায়ন শুরু হয়েছে! এবং আমি নিজেকে প্রতিশ্রুতি দিচ্ছি যে যতই বিষয় আমার নজরে আসুক না কেন, আমি অবশ্যই বিদ্যমান আইনে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব! ওভার অ্যান্ড আউট…

উল্লেখ্য, রাস্তায় অসহায়ের মতো শুয়ে থাকা প্রানীগুলোর নির্মম ভাবে প্রান যাওয়া বা তাদের প্রাণনাশ করার সাথে জড়িত ব্যাক্তিদের হায়েনার সাথে তুলনা করেছেন এডিসি ফতেখায়রুল ইসলাম। তিনি বলেছেন যারা এই অমানবিক কাজের সাথে লিপ্ত তাদের কি মনে একটুও ব্যাথা লাগে না। যারা এই সকল জালিম সাদৃশ্য কাজের সাথে লিপ্ত তাদেরকে সংযোত হওয়ার আহ্ববান জানিয়েছেন। অন্যথায় এই ধরনের কোন বর্বরতা এডিসি ফতেখায়রুল ইসলামের নজরে আসলে সংশ্লিষ্ট ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবেন এমটাই জানিয়েছেন।

About Syful Islam

Check Also

ভারতের গণমাধ্যমে প্রতিবেদন ফাঁস, বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা

ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *