আন্দোলনের নামে ( May ) সম্প্রতি সারা-দেশজুড়ে নানা অরাজকতা সৃষ্টি করে চলেছে বিএনপি-জামায়াত। ( BNP-Jamaat. ) এমনকি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ( Sheikh Hasina ) নিয়েও নানা কটুক্তি করছে বিএনপির ( BNP ) বিভিন্ন নেতাকর্মীরা। তবে এ ঘটনায় এবার বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন সেতুমন্ত্রী ওবায়দুল ( Obaidul ) কাদের।
তিনি বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ কোনো কর্মসূচি দিলে আপত্তি নেই। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ( Sheikh Hasina ) প্রাণনাশের হুমকি দিচ্ছেন, আমরা কি বসে বসে তামাক খাবো?? আগুন নিয়ে খেললে পরিণতি হবে ভয়াবহ। ‘
মঙ্গলবার (৩১ মে ( May )) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ( Awami League ) কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের যৌথসভায় ওবায়দুল কাদের ( Obaidul Quader ) এ মন্তব্য করেন।
সরকারের পক্ষ থেকে বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, “বাধা দেওয়ার প্রশ্নই আসে না। আমার সামনে নেত্রীকে বলছেন, পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই কথা শুনলে তরুণদের কি মাথা ঠিক থাকে। আমি কি সন্ত্রাসীদের থামাব না?’
তিনি বলেন, “ফখরুল সাহেব এসব স্লোগান শিখিয়েছেন। শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দিলে ছাত্রলীগ কি চুপ থাকবে? নেত্রীকে অপমান করা হচ্ছে। আমরা কি এই অপমান সহ্য করতে পারি? ছাত্রলীগ এসব অপমানের প্রতিবাদ করেছে।
কাদের বলেন, “আমরাও দেখব কত ধান আর কত চাল। সবকিছুরই একটা শেষ আছে। বাড়াবাড়ি ভালো না। আমি মির্জা ফখরুলকে বলছি আগুন নিয়ে খেলবেন না।’
তিনি বলেন, আমাদের সামনেই শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হবে। আমরা কি মরে গেছি? আমরা কি রাজপথ কাউকে ইজারা দিয়েছি? আওয়ামী লীগ রাজপথ থেকে এসেছে, রাজপথেই আছে।’
এদিকে গত কয়েকদিন ধরে রাজপথে নানা আন্দোলন ও স্লোগানের নামে প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে তাদের সাবধান করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু এরপরও বিএনপি যা খুশি তাই করে যাচ্ছে।