জিম্বাবুয়ের সাথে টেস্ট একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করে এবার অস্ট্রেলিয়ার সাথে খেলতে নেমেছে বাংলাদেশ শুরুতেই প্রথম টি-টোয়েন্টিতে ভালো ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ এবং এরপর তাদের মনোবল জাগ্রত হতে থাকে দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রাখে টাইগাররা এবং দ্বিতীয় ম্যাচেও বেশ ভালো ব্যবধানে জয়লাভ করে স্বাগতিকরা
অস্ট্রোলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই বল হাতে দূর্দান্ত ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মিরপুরের কন্ডিশন ও উইকেটের ধীরগতিকে কাজে লাগিয়ে মুস্তাফিজ রীতিমত দুর্বোধ্য ঠেকছেন সফরকারীদের কাছে। মুস্তাফিজের আইপিএলের সাবেক সতীর্থ সানরাইজার্স হায়দরাবাদের হেনরিকসও যেনো এই মুস্তাফিজকে চিনতে পারছেন না। অকপটেই স্বীকার করলেন সেই সত্য।
দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে হেনরিকস বলেন, ‘আমি মনে করি আজকে মুস্তাফিজ দেখিয়েছে কত দ্রুত সে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। আমার মনে হয় সে আজ ২৪টি বলই স্লোয়ার করেছে এবং তার কোনো বলেই গতি ছিল না। সে যখন আইপিএলে খেলে তখনও এমন বোলিং করতে দেখা যায় না তাকে। সে সম্ভবত এটাই করে দেখিয়েছে এখানে। ‘
এই অজি ক্রিকেটার আরও বলেন, ‘আমি বলতে পারবো না কত পারসেন্ট হবে, তবে সে এর অর্ধেক স্লোয়ার দেয় সেখানে (আইপিএলে)। সে সত্যিই দারুণভাবে আজকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে। তাকে পুরো কৃতিত্ব দিতে হবে। তার স্লোয়ারগুলো যুগান্তকারী। সে ভালো উইকেটেও স্লোয়ার করতে পারে। যা খেলা খুবই কঠিন। আমাদের দ্রুতই এর সামাধান খুঁজে বের করতে হবে তাকে মোকাবেলা করতে এবং বোর্ডে বড় রান তুলতে।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার মুস্তাফিজুর রহমান বাম হাত দিয়ে বলার তার বাম হাতের জাদুতে মুগ্ধ করেছে ভক্ত-অনুরাগীদের ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে খেলে ফেলেছেন বহু ম্যাচ এবং হাতে তুলে নিয়েছেন উইকেট বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ চলছে এবং সেখানে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়লাভ করেছে বাংলাদেশ তবে সেখানে দেখা যাচ্ছে মুস্তাফিজের আগুন ঝরা বোলিং