তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ( Dr. Hassan Mahmud ) বলেন, সরকার বিএনপি ( government BNP ) নেতা তারেক রহমানকে ( Tareq Rahman ) ফিরিয়ে আনার চেষ্টা করছে। প্রতিহিংসার কোনো কারণ নেই। তারেক রহমানের নির্দেশে বিএনপি আবারও দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ( University Dhaka ) ও সুপ্রিম কোর্টের ( Supreme Court ) সামনে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারেক রহমান নিজেই একজন সাজাপ্রাপ্ত আসামি। কিভাবে তাকে দেশে ফিরিয়ে আনা যায় তাও দেখছে সরকার।
অন্যদিকে আওয়ামী লীগের ( Awami League ) সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ( Obaidul Quader ) বলেছেন, টেমস ( Thames ) নদীর ওপার থেকে পলাতক আসামি তারেক রহমানকে ( Tareq Rahman ) ফিরিয়ে এনে বিএনপি খোমে ( May )নী ( Khomeini ) ধাঁচের বিপ্লবের স্বপ্ন দেখছে। শনিবার ( Saturday ) ২৬ মে ( May ) সকালে নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের ( Obaidul Quader ) এ মন্তব্য করেন।
দুই জনের মুখে এমন কথা শুনে বিএনপির ( BNP ) অনেক রাজনৈতনেতাকর্মীরা মিশ্র পতিক্রিয়া দেখা দিয়েছে। তারা জনেয়েছেন, একদিকে সরকার নিজেই তারেক জিয়াকে দেশে আনার কথা বলছে, অন্যদিকে তাদের দাবি তারেক জিয়াকে বিএনপি দেশে এসে এনে আওয়ামী লীগ সকরার বিরোধী বিপ্লবের চষ্টা করা হচ্ছে। আসলে কে তারকে জিয়াকে দেশ আনার চেষ্টা করছে বিএনপি না আওয়ামী লীগ এমনিই প্রশ্ন তাদের।