বাংলাদেশ চলচ্চিত্রে একটা সময় ব্যাপক জনপ্রিয় চিত্রনায়ক ছিলেন বাপ্পারাজ। এই জনপ্রিয় চিত্রনায়ক একটা সময় অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। তবে দীর্ঘদিন ধরে তিনি সকল অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে এরপরও প্রায় সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন। দেশ বিদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিলেন। পাঠকদের জন্য স্ট্যাটাসটি তুলে ধরা হল:
নিজের ফেসবুকে বাপ্পারাজ লিখেছেন, প্রিয় মানুষগুলো এক এক করে চলে যাচ্ছে, গোচরে, অগোচরে। নীরবে। একেকটা খবর শুনি আর মনে হয়, এই বুঝি আমারও ডাক পড়ে গেল। মনকে বোঝাই, এটাই জীবন, এটাই বাস্তবতা, চলে যেতেই হবে, নেই এর বিকল্প। শুধু অপেক্ষা সেই বিদায় ঘণ্টা বাজার!’
১৯৮৬ সালে রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ ছবি মাধ্যমে সিনেমায় আসেন বাপ্পারাজ। তার বাবা রাজ্জাক বাংলাদেশ চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা ছিলেন। বাপ্পারাজ বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা নায়ক রাজ রাজ্জাকের ও রাজলক্ষ্ণীর দ্বিতীয় সন্তান। তার জন্ম ১৯৬৮ সালে ঢাকায়৷ তার আসল নাম রেজাউল করিম বাপ্পারাজ।
উল্লেখ্য, এই জনপ্রিয় চিত্রনায়ক একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তিনি তার দক্ষ অভিনয়ের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তবে তিনি আগের মত আর সিনেমায় নিয়মিত অভিনয় করেন না। দেশ বিদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি ভিষন চিন্তিত রয়েছেন।