Saturday , November 23 2024
Breaking News
Home / Sports / এবার রুবেলের পাশে দাঁড়ালো সাকিব আল হাসানের প্রতিষ্ঠান

এবার রুবেলের পাশে দাঁড়ালো সাকিব আল হাসানের প্রতিষ্ঠান

সাকিব আল হাসান হলেন বাংলাদেশের ( Bangladesh ) জাতীয় দলের একজন জনপ্রিয় ক্রিকেটার এবং বিশ্ব সেরা অলরাউন্ডার। তার এই অর্জন বাংলাদেশকে যেমন বিশ্বের কাছে সম্মানিত করেছে এবং সেই সাথে তাকেও দিয়েছে বিশাল সম্মানের মুকুট। অন্যদিকে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল দলে থাকাকালীন দেশের মানুষকে অনেক আনন্দময় ম্যাচ উপহার দিয়ে গেছেন। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এবার তার পাশে দাঁড়িয়েছে সাকিবের ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান মোনার্ক মার্ট ( Monarch Mart )।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেলের ( Rubles ) পাশে দাঁড়াচ্ছে সাকিব আল হাসানের ( Shakib Al Hasan ) ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান মোনার্ক মার্ট ( Monarch Mart )। ব্রেন টিউমারে আক্রা/’ন্ত এই ক্রিকেটারের চিকিৎসার জন্য আজ (২৭ মার্চ) ১৫ লাখ টাকা দিবে প্রতিষ্ঠানটি।

মোশাররফ রুবেলের ( Rubles ) স্ত্রী ফারহানা চৈতি ( Farhana Chaiti ) রুপার কাছে এই অর্থ হস্তান্তর করা হবে বলে মোনার্ক মার্ট ( Monarch Mart ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

এই মুহূর্তে চিকিৎসার জন্য স্কয়ার হাপাতালে ভর্তি আছেন মোশাররফ রুবেল। সর্বশেষ ১৪ মার্চ গু’রুতর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ( Square Hospital ) ভর্তি হন জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার। চিকিৎসকের পরামর্শে তাকে তখন আইসিইউতে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার উন্নতি ঘটলে কেবিনে আনা হয় তাকে। হাসপাতালের কেবিনে শুয়ে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ( Bangladesh-South Africa ) মধ্যকার ওয়ানডে ম্যাচ দেখছেন রুবেল, এমন ভিডিও প্রকাশ পায়।

২০১৯ সাল থেকে অসুস্থ হয়ে আছেন এই ক্রিকেটার। সেই বছরের মার্চে ( March ) ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের ( Rubles )। সিঙ্গাপুর ( Singapore )ের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২০১৯ সালের ১৯ মার্চ নিউরো সার্জন এলভিন হংয়ের ( Elvin Honey ) তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় তার। এরপর দেশে ফিরে আসেন। কিন্তু কেমো এবং রেডিও থেরাপির জন্য তাকে নিয়মিত সিঙ্গাপুর ( Singapore ) যাওয়া-আসার মধ্যে থাকতে হতো। ওই বছরের ডিসেম্বরে ( December ) সবশেষ কেমো দেওয়া হয়। এক বছর ফলোআপে ছিলেন তিনি।

২০২০ সালে সুস্থ, স্বাভাবিক হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নভেম্বরে আবার অসুস্থ হন। ২০২১ সালে ( )র জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরোনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নিয়েছেন এই ক্রিকেটার।

২০০৮ সালে জাতীয় দলে অভিষেক হয় মোশাররফ রুবেলের ( Rubles )। ( Musharraf Rubel. ) দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে খেলে ১ উইকেট পান। দল থেকে অতি দ্রুত বাদ পড়েন। এরপর তাকে ২০১৩ সালে ( ) শ্রীলঙ্কা ( Sri Lanka ) সফরে নিয়েছিল দল। কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়ে আবার বাদ পড়েন।

২০১৬ সালে ( ) আফগানিস্তান ( Afghanistan ) সিরিজে তাকে দলে নেন চন্ডিকা হাথুরুসিংহে। ( Chandika Hathurusinghe. ) আট বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে ৩ উইকেট পান। দলকে জেতাতে বড় ভূমিকাও রাখেন তিনি। কিন্তু পরের ম্যাচে উইকেট না পাওয়ায় রুবেল আবার জাতীয় দল থেকে বাদ পড়েন। ফলে তার ক্যারিয়ার সেখানেই থেমে যায়।

মানুষ মানুষের জন্য আর জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেলের ( Rubles ) পাশে দাঁড়িয়ে এ কথাটাই প্রমাণ করে দিলেন বিশ্বের আলরাউন্ডার সাকিব আল হাসান। বিপদের দিনে আত্নীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের পাশে দাড়ানোটা আমাদের সবার একান্ত দায়িত্ব ও কর্তব্য। যেমনটা করেছেন সাকিব আল হাসান, গড়লেন মানবতার নজির।

About bisso Jit

Check Also

সাকিব ইস্যুতে বাংলাদেশকে ‘নিষিদ্ধ’ করতে পারে আইসিসি

সাকিব আল হাসানকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে তার ভক্তরা নানা কর্মসূচি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *