পুলিশ হলো জনগনের বন্ধু। জনগনের নিরাপত্তা নিশ্চিত করাই হলো পুলিশের একান্ত দায়িত্ব ও কর্তব্য। পুলিশের মুল উদ্দ্যেশ্য হলো সমাজ থেকে সব ধরণের অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করা। আর এজন্য তারা সবসময় সতর্ক থাকেন। জনগনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তারা সমাজের অন্যান্য উন্নয়নমূলক কাজ করে থাকে। সম্প্রতি এক পুলিশ সদস্য ভুলবশত: তার নিজের পিস্ত/’লের গু’/লির মিস ফায়া”রে অজ্ঞান হয়ে যান।
বরিশালে নিজের পিস্ত’/লের গু’/লির শব্দে অজ্ঞান হয়েছেন কোতয়ালী মডেল থানার এএসআই সেলিম রেজা ( Selim Reza ) (৫০)। শনিবার রাত ৯টা ( Saturday 9 p.m. ) ১০ মিনিটে ( minutes ) থানা কম্পাউন্ডের দ্বিতীয় তলার সিড়িতে এ ঘটনা ঘটে।
আহ’/তকে উদ্ধার শেবাচিম ( Shebachim ) হাসপাতালে ভর্তি করেছেন সহকর্মীরা। সেলিম রেজা ( Selim Reza ) নগরীর কালিবাড়ি রোডের ( Kalibari Road ) বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শারমিন সুলতানা ( Sharmin Sultana ) রাখি।
তিনি জানান, সেলিম রেজা ( Selim Reza ) কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে শনিবার রাতে দায়িত্বপালনে যাচ্ছিলেন। এসময় তিনি সিড়িতে অসুস্থ হয়ে পরেন। পড়ে যাওয়ার কারণে লোড করা পিস্ত’/লের এক রাউ”ন্ড গু’/লি বের হয়ে যায়। শব্দ শুনে সেলিম জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ( Sher-e-Bangla Medical College ) (শেবাচিম ( Shebachim )) হাসপাতালে ভর্তি করেন।
শেবাচিম ( Shebachim ) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. নাজমুল আহসান ( Nazmul Ahsan ) জানান, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্যাথলজি রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।
প্রসংগত, দেশের মানুষ স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে এই ভরসা রেখে যে পুলিশ তাদের পাশে আছে সর্বদা। অপরা’ধ প্রতিরোধ ও দমন, জনগনের জা’/ন মাল ও সম্পদের নিশ্চয়তা বিধান এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের ভুমিকা অপরিসীম। দেশের অর্থনৈতিক ধারা অব্যাহত রাখার ক্ষেত্রেও পুলিশ খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। পুলিশের সক্রিয় অভিযানের মাধ্যমে দেশ থেকে অসংখ স’/ন্ত্রা’স নির্মূল করা সম্ভব হয়েছে।