বাংলাদেশকে জানতে হলে জানতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ( Bangabandhu Sheikh Mujibur Rahman. ) তাকে নিয়ে প্রায় পাঁচ হাজার বই রয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর ( Bangabandhu ) অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন অনন্য পরিচয় জ্বলজ্বল করছে। তাঁর সংগ্রাম, অধ্যবসায় ও আত্মত্যাগের মহিমা বর্তমান প্রজন্মের পাশাপাশি বইটির তিনটি পর্যালোচনায় দেখা যায়। সোমবার ( Monday ) (২১ মার্চ) বঙ্গবন্ধুর ( Bangabandhu ) ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নর্থ সাউথ ( North South ) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী মো ( Md )স্তাফা জব্বার বলেছেন, যুদ্ধের সময় পাকিস্তানে ( Pakistan ) বন্দী বঙ্গবন্ধুর ( Bangabandhu ) জন্য বাংলাদেশে ( Bangladesh ) এমন কোনো মা নেই যিনি নামাজ বা রোজা রাখেননি। আমার মা ৯ মাস ধরে উপোস করছেন। সোমবার ( Monday ) (২১ মার্চ ) নর্থ সাউথ ( North South ) ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর ( Bangabandhu ) ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে ( Bangladesh ) বঙ্গবন্ধুর ( Bangabandhu ) এমন একজন মা নেই যিনি সংকটের সময় নামাজ বা রোজা রাখেননি। আমার মা ৯ মাস ধরে উপোস করছেন। তার সন্তান আর ফিরবে কিনা না জেনে বঙ্গবন্ধুর ( Bangabandhu ) ডাকে তাকে সংকটে যাওয়ার অনুমতি দেন।
মো ( Md )স্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধুর ( Bangabandhu ) অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন অনন্য পরিচয় জ্বলজ্বল করছে। বইটির তিনটি পর্যালোচনায় দেখা যায় যে তাঁর সংগ্রাম, অধ্যবসায় ও আত্মত্যাগের মহিমা বর্তমান প্রজন্মকেও অনুসরণ করতে হবে। কিন্তু বাংলাদেশকে জানতে হলে জানতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ( Bangabandhu Sheikh Mujibur Rahman. ) শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা অবশ্যই বিশ্বের অনেক মহান ব্যক্তির জীবনী অধ্যয়ন করবেন। আপনার দেশের মধ্য দিয়ে যে মানুষটি গেছেন, যিনি ডিজিটাল বাংলাদেশে ( Bangladesh )র বীজ বপন করেছেন তাকে পড়তে ভুলবেন না। তাকে নিয়ে প্রায় পাঁচ হাজার বই আছে যা পড়া দরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ( North South ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আতিকুল ইসলাম ( Atiqul Islam ), বোর্ড অব ট্রাস্টিজের ( Board Trustees ) চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ ( Azim Uddin Ahmed ), উপাচার্য প্রফেসর মো: ইসমাইল হোসেন ( Ismail Hossain ) প্রমুখ।
উল্লেখ্য, ডিজিটাল যুগের চ্যা’লেঞ্জ মো ( Md )কাবেলায় প্রচলিত শিক্ষার ডিজিটাল রূপান্তর প্রয়োজন। আইওটি, রোব’টিক্স, এআই, ব্লকচেইন শেখাতে হবে। শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে যাতে তারা উদ্ভাবন করতে পারে। মেধাস্বত্ত্বের মাধ্যেমে আবিষ্কারকে রক্ষা করা গুরুত্বপূর্ণ।