বিএনপির( BNP ) চেয়ারপারসন বেগম( Begum ) খালেদা জিয়ার মুক্তির প্রত্যাশা জানিয়ে গান গেয়েছেন তুর্কি জনপ্রিয় সঙ্গীত শিল্পি দিলারা। ভয়েস ফর বাংলাদেশে( In Bangladesh )র ডেমোক্রেসি অস্টেলিয়া কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে তিনি এই গানটি পরিবেশন করেন। এর আগে খালেদা জিয়াকে নিয়ে বেশ কয়েকটি গান পরিবেশন করেন অস্ট্রেলিয়া( Australia ), কানাডাসহ( Including Canada ) আরো কয়েকটি দেশের সঙ্গীতশিল্পিরা। বেগম( Begum ) খালেদা জিয়া বিভিন্ন ধরনের শাররীক সমস্যা ভুগতেছেন অনেক দিন ধরে। উন্নত চিকিৎসার জন্য আবেদন করেও তিনি পাচ্ছেন না। বাংলাদেশে( In Bangladesh )র মানুষ চায় তাকে উন্নত চিকিৎসার জন্য অনুমতি প্রদান করা হোক এবং তিনি সুস্থ হয়ে উঠুক।
এ প্রসঙ্গে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়া( Australia )র সভাপতি কায়স মাহমুদ বলেন, দিলারার( Dillar ) গান বাংলাদেশে( In Bangladesh )র কোটি মানুষের হৃদয়ের কথা। বিএনপি চেয়ারপারসন বেগম( Begum ) খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসা সেবা পেতে তিনি বিদেশ যেতেও রাজি নন। তিনবার বাংলাদেশে( In Bangladesh )র প্রধানমন্ত্রী থাকা বেগম( Begum ) জিয়ার প্রতি এটি সম্পূর্ণ অবিচার। বাংলাদেশে( In Bangladesh )র সর্বস্তরের মানুষ বেগম( Begum ) খালেদা জিয়ার মুক্তি চায় এবং তার সুস্বাস্থ্য কামনা করে। তার শারীরিক সুস্থতার জন্য উন্নত চিকিৎসা সেবা প্রয়োজন।
কায়স মাহমুদ বেগম( Begum ) খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার মুক্তির জন্য জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আমরা আশা করছি শিগগিরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন এবং উন্নত চিকিৎসা পাবেন।
প্রসঙ্গত, বাংলাদেশে( In Bangladesh ) রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে একটি প্রতিহিংসামূলক রাজনীতিতে পরিনত হয়েছে যেটা কোনো ভাবে কাম্য নয়। বিএনপির( BNP ) চেয়ারপারসন বেগম( Begum ) জিয়ার বিষয়টি রাজনৈতিকভাবে বিচার না করে মানবতার দৃষ্টিকোন দিয়ে বিচার করা উচিত বলে মনে ককরেন অনেকে। প্রতিহিংসার রাজনীতি দেশের মঙ্গল বয়ে আনতে পারে না বরং প্রতিনিয়ত সেটি াওস্থির পরিস্থিতির দিকে নিয়ে য়ায়।