শাহরুখ খান, বলিউড বাদশাহ, কিং খান কত নামেই না তাকে চিনে থাকেন সারা বিশ্বের মানুষেরা। তার রয়েছে কোটি কোটি অনুসারী।তার অভিনয় নিয়ে কারোর কিছুই নেই কোন বলা বা কওয়ার। দুর্দান্ত অভিনয় এবং অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছে তিনি। তবে যে শুধুমাত্র সিনেমার জন্য নামের আগে কিং ট্যাগ পেয়েছে, তা নয়।
সিনেমার বাইরেও শাহরুখ একজন অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন যা তাকে সত্যি রাজায় পরিণত করেছে।
তার ভালোবাসা এবং সম্মান পেয়েছে এমন মানুষের সংখ্যা সহস্র৷ তাদের মধ্যে অন্যতম একজন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ২০১৮ থেকেই শাহরুখের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে আসছেন কার্তিক। প্রায় তিন বছর শাহরুখের মালিকানাধীন এই দলে খেলে অসাধারণ সব অভিজ্ঞতা অর্জন করেছেন এই ভারতীয় ক্রিকেটার।
সম্প্রতি কার্তিক তার দলের মালিক শাহরুখকে নিয়ে কথা বলতে গিয়ে বলে জানালেন চমৎকার এক গল্প। তিনি বলেন, তার জন্য শাহরুখের প্রাইভেট জেট বিমান ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই মুহূর্তটি ছিলো বিশেষ।
গৌরব কাপুরের এক অনুষ্ঠানে কার্তিক বলেন, ‘বর্তমানে দুনিয়াতে শাহরুখ খানের মতো বড় হৃদয়ের মানুষ খুব কমই রয়েছে। এই পৃথিবীতে তার মত মানুষ অনেক প্রয়োজন। আমার অতীতে যা কিছুই হয়েছে তা সব বলতে চাচ্ছি না।
তবে একবার তিনি শুধু আমার জন্যই সেই দুবাই থেকে একটি প্রাইভেট বিমান নিয়ে এসেছিলেন। সেটা ছিলো দারুন একটি ঘটনা।
আপনারা জানেন সিপিএলেও শাহরুখের একটি টিম রয়েছে, ত্রিনিদাদ এন্ড টোবাগো। সেখানে বেশ কিছু দিন তার সাথে ছিলাম। যদিও কিং খানকে দেখে আমি বেশ দ্বিধাদ্বন্দ্বে থাকতাম। তবে তিনি আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছেন, তা বলার ভাষা নেই। আমি তার সঙ্গে অনেকদিন খাবারও খেয়েছি।’
শাহরুখ খানের মহানুভবতার প্রমান মিলেছে অনেক বার।আর সেই খবর ছড়িয়েছে বিশ্বের সকলের কাছেই। যার ফলে অনেকের কাছে এই নামটি বিশেষ হয়ে আছে সারা বিশ্বের কাছে। তবে বর্তমানে তিনি তার কামব্যাক সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন।