Monday , November 25 2024
Home / Countrywide / অন্তর্ধানের আড়াই মাস পর জনসম্মুখে এসে নতুন হুঙ্কার দিলেন ডা. মুরাদ

অন্তর্ধানের আড়াই মাস পর জনসম্মুখে এসে নতুন হুঙ্কার দিলেন ডা. মুরাদ

এক চিত্রনায়িকার সাথে ফোনালাপ ফাঁস হওয়া এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে অশালীন ভাষায় বক্তব্য প্রদানের পর মন্ত্রিসভা থেকে বহিস্কৃত হন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ( Murad ) হাসান৷ মন্ত্রীসভা থেকে বহিস্কারের পর প্রায় আড়াই মাস একরকম নিখোঁজ হয়েই ছিলেন তিনি৷ অবশেষে আজ জামালপুরে( Jamalpur ) আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে আবারও আলোচনায় উঠে আসেন তিনি।

জামালপুরে( Jamalpur )র সরিষাবাড়ীতে আজ বুধবার বিকেলে( Wednesday afternoon ) পৌর এলাকার শিমলাবাজার বাসস্ট্যান্ডে( Shimlabazar bus stand ) আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে ডা. মুরাদ( Murad ) হাসান বলেন, ‘আওয়ামী লীগ( 'Awami League ) মানুষের স্বপ্ন ও অঙ্গীকার পূরণের রাজনীতি করে। সরিষাবাড়ী বাস টার্মিনাল( Sarishabari bus terminal ) ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সেটা আবারও প্রমাণিত হলো।’

তিনি আরো বলেন, ‘যারা শেখ হাসিনার( Sheikh Hasina ) উন্নয়ন বিশ্বাস করে না তারা স্বাধীনতাবিরোধী জামাত-বিএনপির( Jamaat-BNP ) দোসর।

জামাত-বিএনপি উন্নয়ন বোঝে না। তারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারতে পারে। দেশবিরোধী কাজে যারা লিপ্ত হবে তাদের প্রতিহত করতে আমি মুরাদ( Murad ) সবার আগে থাকব। ‘

দলের মধ্যে নেতাকর্মীদের বিভাজন করতে একটি চক্র সক্রিয় হয়ে কাজ করছে দাবি করে তিনি বলেন, ‘মিথ্যাচার করে এরা সরিষাবাড়ীর( Mustard plant ) মানুষকে বারবার ধোঁকা দেয়। দলের মধ্যে এসব স্বাধীনতাবিরোধীকে আমরা প্রতিহিত করব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইযুল ওয়াসীমা( Faizul Wasima ) নাহাতের সভাপতিত্বে আলোচনাসভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াস উদ্দিন( Gias Uddin ) পাঠান, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন( Monir Uddin ), থানার পরিদর্শক মীর রকিবুল হক( Mir Rakibul Haque ), বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ( MA Latif ), মহাদান( Mahadan ) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আজমত আলী( Azmat Ali ) মাস্টার প্রমুখ বক্তব্য দেন।

অন্যান্যদের মধ্যে সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের( Sarisabari Muktijoddha Sangsad ) সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন( Mofazzal Hossain ), সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ( Abdul Majid ), তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের( Tarakandi police investigation center ) উপপরিদর্শক আব্দুল লতিফ, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল( Sakhawatul Alam Mukul ), আব্দুল হক তরফদার( Abdul Haq Tarafdar ) প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রধান অতিথি সরিষাবাড়ী বাস টার্মিনাল( Sarishabari bus terminal ) ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রসঙ্গত, মন্ত্রীসভা থেকে বহিস্কারের পর কানাডাতে( Canada ) অবস্হানের চেষ্টা চালালেও সেদেশে( country ) বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিপুল প্রতিরোধের মুখে আবারও দেশে ফিরে আসতে বাধ্য হন ডা. মুরাদ( Murad ) হাসান।

About Ibrahim Hassan

Check Also

বিশাল বড় দুঃসংবাদ পেলেন পুতুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সৌচনা ফাউন্ডেশনের সকল অ্যাকাউন্ট লেনদেন ৩০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *