Friday , September 20 2024
Breaking News
Home / Exclusive / ‘বিচারপতির বিচার করে যে জনতা, বিচার দিলাম সে জনতার কাছে’

‘বিচারপতির বিচার করে যে জনতা, বিচার দিলাম সে জনতার কাছে’

নোয়াখালীর বসুরহাট( Basurhat Noakhali ) পৌরসভার মেয়র ও ক্ষমতাসীন আওয়ামী লীগের( Awami League ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের( Obaidul Quader ) সহোদর কাদের মির্জা আজ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নিজস্ব প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে তিনি ১৮ জন বিশেষ ব্যক্তির নাম প্রকাশ করে ‘জনতার আদালতে’ জিডি (জেনারেল ডায়েরি) করেছেন বলে উল্লেখ করেন।

স্ট্যাটাসে কাদের মির্জা জানান, মূলত তাঁকে হত্যা করার মাধ্যমে তাঁর দলকে নেতৃত্বহীন করার অপচেষ্টা যাঁরা করে আসছেন তাঁদের বিরুদ্ধেই তিনি এই জিডি উপস্থাপন করেছে। এসময়ে তিনি আরও জানান, দেশের প্রতিষ্ঠিত বিচারের ব্যবস্থায় বিচার পাওয়া থেকে তিনি বঞ্চিত হয়েছেন। এর ফলে শেষপর্যন্ত সাধারণ জনগণকে ‘প্রাণশক্তি’ ও ‘প্রেরণার উৎস’ মনে করে তাঁদের কাছেই তুলে ধরেন নিজের অভিযোগনামা।

পfঠকের সুবিধার্থে কাদের মির্জার( Quader Mirza ) ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরে হলো –

আমাকে হত্যা ও নেতা-কর্মী শূন্য করার জন্য যারা নীলনঁকশা এঁকেছে তাদের বিরুদ্ধে জনতার আদালতে জি.ডি করলাম।

০১। ইসরাতুনেসা কাদের।
০২। নিজাম হাজারী।
০৩। একরামুল( Ekramul ) করিম।
০৪। ফখরুল ইসলাম রাহাত।
০৫। মিজানুর রহমান( Mizanur Rahman ) বাদল।
০৬। খিজির( Khizir ) হায়াত।
০৭। আজম পাশা( Azam Pasha ) রুমেল।
০৮। সিরাজিস সালেকিন( Sirajis Salekin ) রিমন।
০৯। কানা আবদুর( Kana Abdur ) রেজ্জাক।
১০। জাহেদুল হক( Jahedul Haque ) কচি।
১১। হানিফ( Hanif ) সবুজ।
১২। নজরুল ইসলাম( Nazrul Islam ) শাহিন।
১৩। আজ্জুমান পারভীন( Azjuman Parveen ) রুনু।
১৪। শহীদুল হক (এস.পি, নোয়াখালী)।
১৫। জিয়াউল হক মীর( Ziaul Haque Mir ) (U.N.O কোম্পানীগঞ্জ)
১৬। সাজ্জাদ রোমন( Sajjad Roman ) (oc কোম্পানীগঞ্জ)
১৭। দিদারুল কবির( Didarul Kabir ) রতন।
১৮। জাহাঙ্গীর( Jahangir ) (মন্ত্রী মহোদয়ের( Minister ) কথিত সহকারী)

বিচারপতির কাছে বিচার চেয়েছি বিচার পাইনি। তাই বিচারপতির বিচার করে যেই জনতা বিচার দিলাম সেই জনতার কাছে। যে জনগণ আমার প্রাণ শক্তি সেই জনগণ আমাকে প্রেরণা যোগাবেন। সত্যের যে প্রদীপ শিখা জ্বালিয়েছি- রাজভয়/লোকভয় তা কখনোই নেবাতে পারবে না। মহান আল্লাহ আমার সহায় হোক। দোয়া করবেন সকলে।

About Ibrahim Hassan

Check Also

চুলের মুঠি ধরে নারী চিকিৎসককে রোগীর মারধর (ভিডিও সহ)

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালের এক নারী চিকিৎসককে হত্যা ও ধর্ষণের ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *