Sunday , November 24 2024
Breaking News
Home / Countrywide / সুদের টাকা ফেরতে ব্যর্থ, জরিমানা হিসেবে ঋণগ্রহীতা দিলেন চরম মূল্য

সুদের টাকা ফেরতে ব্যর্থ, জরিমানা হিসেবে ঋণগ্রহীতা দিলেন চরম মূল্য

আমাদের অর্থনীতিতে সুদ জড়িয়ে গিয়েছে আষ্টেপৃষ্টে। ঋণ প্রদান বা গ্রহণের একটি অন্যতম শর্ত বলেই মানা হয় সুদকে। অথচ ইসলামে সবচেয়ে মারাত্মকবাণী শোনানো হয়েছে যেসব বিষয়গুলোকে কেন্দ্র করে তার একটি অন্যতম হলো সুদ। ক্ষতিকর এই অর্থনৈতিক ব্যবস্থার ফলে কোনো মানুষকে যে কতটা ভুক্তভোগী হওয়া লাগত( Past )ে পারে তা আরেকবার দেখা গেলো টাঙ্গাইল( Tangail )ে।

সুদের টাকা না পেয়ে ঋণগ্রহীতার ১৩ বছরের কিশোরী মেয়েকে বিয়ে করার অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার( Tuesday ) (১ মার্চ( March )) এ ঘটনাটি জানাজানি হয়। এর আগে গত( Past ) ২৫ ফেব্রুয়ারি( February ) টাঙ্গাইল( Tangail ) সদরের কাকুয়া( Uncle ) ইউনিয়নের রাঙাচিরা গ্রামে এ ঘটনা। অভিযুক্ত ব্যক্তি টাঙ্গাইল( Tangail ) সদরের চিলাবাড়ি( Chilabari ) গ্রামের মৃত ফজলু মিয়ার( Fazlu Mia ) ছেলে সিরাজুল ইসলাম (৫৫)। তিনি সুদের কারবার করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তার স্ত্রী ও কলেজপড়ুয়া সন্তান রয়েছে।

স্থানীয় ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, সিরাজুলের( Sirajul ) কাছ থেকে সুদে টাকা নেন রাঙ্গাচিরা( Rangachira ) গ্রামের ইউসুফ। কিন্তু তিনি সময় মতো টাকা ফেরত দিতে না পারায় স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় ইউসুফের( Joseph ) ১৩ বছর বয়সী মেয়েকে বিয়ে করেন সিরাজুল। গত( Past ) ২৫ ফেব্রুয়ারি( February ) রাতে বিয়ের নিবন্ধন করেন স্থানীয় কাজি আমিরুল ইসলাম।( Amirul Islam. ) রাঙাচিরা গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার সোলাইমান মণ্ডল( Solomon' Circle ) বলেন, ‘এ খবরটি পরে জানতে পেরেছি। তাৎক্ষণিকভাবে খবরটি জানলে এমনটি হতে দিতাম না।’

এ বিষয়ে অভিযুক্ত সিরাজুল ইসলাম বলেন, ‘শরিয়তে কোনো নিষেধ নেই। ৮০ বছরের বৃদ্ধও ১৩ বছরের মেয়েকে বিয়ে করতে পারবে। তাহলে আমি পারবো না কেন। আমার বড় বউ অসুস্থ থাকে। তাই পরিবারের মত নিয়েই প্রস্তাবের মাধ্যমে বিয়ে করেছি।’ তবে মেয়েটির পরিবারকে সুদের টাকার জন্য চাপ প্রয়োগ করে বিয়ে করার বিষয়টি অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে জানতে মোবাইল ফোন বন্ধ থাকায় কাজী আমিরুল ইসলামের( Kazi Amirul Islam ) মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। কাকুয়া( Uncle ) ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ( Muhammad Ali Jinnah ) বলেন, ‘সুদের( 'Interest ) টাকার জন্য চাপ দিয়ে বিয়ে করেছেন কি না, তা আমার জানা নেই। তবে অভাব-অনটনের কারণে পরিবার মেয়েটির বিয়ে দিয়েছে বলে স্থানীয় মেম্বার আমাকে জানিয়েছেন।’ টাঙ্গাইল( Tangail ) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন( Ranuara Khatun ) বলেন, ‘ঘটনাটি মাত্র জানতে পারলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত( Past ) ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, জনাব সিরাজুল ইসলাম( Mr. Sirajul Islam ) বিয়ের ক্ষেত্রে যেমন শরীয়তের প্রসঙ্গ তুললেন সেভাবে যদি সুদের কারবারের সময়েও সেই বিষয়টি মাথায় রাখতেন তাহলে হয়তো একজন কিশোরীকে তার অমতে বিয়েতে বসতে হতো না বা কোনো পিতাকে বাধ্য হয়ে তাঁর মেয়েকে কোনো অপাত্রের হাতে তুলে দিতে হতো না।

About Ibrahim Hassan

Check Also

সংস্কারের নামে ভয়াবহ দুর্নীতি-লুটপাট

সংস্কার ও উন্নয়নের নামে কয়েকগুণ বেশি ব্যয় দেখিয়ে হরিলুটের ব্যবস্থা করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *