Thursday , September 19 2024
Breaking News
Home / National / উদঘাটিত হলো বইয়ের দোকানে আগুন লাগার কারণ, ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস

উদঘাটিত হলো বইয়ের দোকানে আগুন লাগার কারণ, ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস

গত ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার নীলক্ষেতের বইয়ের দোকানে সৃষ্ট অগ্নিকান্ডে ৩০-৩৫ টির মতো বইয়ের দোকানের প্রায় সব বই পুড়ে গিয়েছে। এর ফলে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন অসংখ্য ব্যবসায়ী। আগুন লাগার প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে আনলেও অগ্নিকান্ড সৃষ্টির কারণ সম্পর্কে তৎক্ষণাৎ কোনো কারণ জানা যায়নি। অবশেষে তিন দিন পর জানা গেলো আগুন লাগার প্রকৃত কারণ।

ঝালাই থেকে আগুনের সূত্রপাত হয়ে নীলক্ষেত বইয়ের মার্কেটে ছড়িয়ে পড়ে বলে উঠে এসেছে ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে। সিটি করপোরেশনকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় আরও বিস্তারিত তদন্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশে কীভাবে দাঁড়ানো যায়, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নীলক্ষেতে পুড়ে যাওয়া বইয়ের দোকান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএসসিসি মেয়র। মেয়র তাপস বলেন, প্রচুর বই পুড়ে ও পানিতে নষ্ট হয়ে গেছে। দোকানগুলোতে ওপরের দিকে অনেক বই গুদামজাত করা ছিল। বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।

নীলক্ষেতের ফুটপাতে দোকান বসানো নিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘এখানে আমরা একটি বড় পরিকল্পনা করছি। এখানে অনেক দোকান ও বেশ কয়েকটি মার্কেট রয়েছে। ফলে এখানে একটা বড় অবকাঠামো গড়ে তোলা হবে।’

এদিকে, বইয়ের মার্কেটে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির সদস্য উপপরিচালক দেবাশীষ বর্ধন বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বলেন, ‘অনেকে বলেছে আগুন সূত্রপাত হয়েছে ঝালাইয়ের দোকান থেকে। এরপর তা ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পুরোপুরি মন্তব্য করা যাচ্ছে না।’

এসময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ, আঞ্চলিক কর্মকর্তা মেরিনা নাজনীন, নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল, নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদ সিরাজ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু নাছেরসহ অন্যরা।

প্রসঙ্গত, নীলক্ষেতের ঘটনার কিছুদিন পূর্বের সাভারের আশুলিয়ায় এক মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু ঘটেছে। নীলক্ষেতের বইয়ের দোকানের আগুন কোনো প্রাণহানী না ঘটালেও বেশ কিছু পরিবারকে রীতিমত নিঃস্ব করে দিয়েছে।

About Ibrahim Hassan

Check Also

জাহ্নবী কাপুরের ভিডিও ভাইরাল (ভিডিও)

মন্দিরের সিঁড়ির একপাশে অসংখ্য ভাঙা নারিকেল। তার পাশে থেকে হামাগুড়ি দিয়ে উপরে উঠছেন বলিউড অভিনেত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *