Saturday , November 23 2024
Breaking News
Home / Entertainment / প্রতিপক্ষের প্রার্থীরা বাসা থেকে বের হলে রিকশাওয়ালারাও নিচ্ছে না তাদের: রিয়াজ
Riaz

প্রতিপক্ষের প্রার্থীরা বাসা থেকে বের হলে রিকশাওয়ালারাও নিচ্ছে না তাদের: রিয়াজ

সম্প্রতি শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চলছে বাংলাদেশের আলোচনা-সমালোচনা। তারই মাঝে চিত্রনায়ক রিয়াজ(Riaz) এখন আলোচনার শীর্ষে। লড়মান দুই প্যানেলে রয়েছে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল বিরোধী দল(Opposition) রয়েছে মিশা এবং জায়েদ প্যানেল। সম্প্রতি এই নির্বাচনী প্রচারণা নিয়ে একজন এক এক সময় এক এক ধরনের মন্তব্য করেছেন, যেগুলো আলোড়ন তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি এ বিষয় নিয়ে মন্তব্য করেছেন রিয়াজ, তিনি বলেছেন প্রতিপক্ষের প্রার্থীরা বাসা থেকে বের হলে রিকশাওয়ালাও নিচ্ছে না তাদের।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের(Election of Film Artists Association) শেষ মুহূর্তের প্রচারণা(Campaign) চলছে। প্রতিদ্বন্দ্বী দুই দলই ভোটারদের সংগঠিত করে ভোট দিতে বলছে। রাজধানীর বেইলি রোডে শেষ মুহূর্তে ভোটারদের নিয়ে প্রচারণা চালান ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল। ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেলের ডাকে শিল্পী সমিতির অধিকাংশ ভোটার ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোটারদের উদ্দেশে অভিনেতা রিয়াজ(Riaz) বলেন, “বিরোধী প্রার্থীরা বাড়ি থেকে বের হতে পারছেন না। আমি তাদের জন্য দুঃখিত। অনেক সময় রিকশাচালকরা তাদের বাড়ি থেকে বের করে দেয় না। শুনেছি মানুষ তাদের কাছে পণ্যও বিক্রি করে না। !’

অনুষ্ঠানের মূল সমন্বয়ক হিসেবে রয়েছেন সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অভিনেতা ডিএ তায়েব(DA Tayeb)। তাকে উদ্দেশ্য করে রিয়াজ বলেন, আমাদের ভাই তায়েব ভাড়াটিয়ার চেয়ে অনেক ভালো মানুষ। কারো ক্ষতি করো না, সবার ভালো করো। ‘

ভোটারদের ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে রিয়াজ আরও বলেন, “আপনারা কাঞ্চন-নিপুনের(Kanchan-nipun) সমর্থক, দয়া করে প্যানেলে কাউকে বঞ্চিত করবেন না! শিল্পীদের এই জোয়ার সারাদেশে ছড়িয়ে পড়েছে।’

মিশা-জায়েদ(Misha-Zayed) প্যানেলকে উদ্দেশ্য করে অভিনেতা বলেন, ওপারে যারা আছে তারা ঘর থেকে বের হতে পারবে না। আমি তাদের জন্য দুঃখিত। অনেক সময় রিকশাচালকরা বাসা থেকে বের করে না। আমি শুনেছি মানুষ তাদের কাছে পণ্য বিক্রি করছে না। কেউ বলছে, ওই প্যানেলকে ভোট দিলে আপনার কাছে বিক্রি করে দিতে পারি।

একটি ভোট নষ্ট না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে রিয়াজ বলেন, এমন পরিস্থিতি শুধু ঢাকায় নয়, সারাদেশে বিরাজ করছে। আর এবার আমরা এসেছি, আপনাদের সঙ্গে আছি, থাকব। একটি ভোটও নষ্ট করবেন না। এই জোয়ারে ভোট দিন। দুই বছর অন্যকে ভোট দিয়েছেন, এখন দুই বছরের জন্য আমাদের ভোট দিন, যদি বলতে না পারেন।’

এসময় ইলিয়াস কাঞ্চন ও নিপুনসহ প্যানেলের সকল প্রার্থী উপস্থিত ছিলেন।

রিয়াজের এমন বক্তব্য আলোড়ন তৈরি করেছে নেট দুনিয়ায়। তবে এ নিয়ে প্রতিপক্ষ মিশা-জায়েদ প্যানেল এর পক্ষ থেকে এখনো কিছু শোনা যায়নি। তবে কি সত্যি মিশা-জায়েদের(Misha-Zayed) প্যানেলের কেউ বাইরে বেরোলে রিকশাওয়ালাও(Rickshaw pullers) তাকে নিতে চাচ্ছে না, যদিও এমন কোন খবর কোন মিডিয়ার সামনে পড়েনি।

About Ibrahim Hassan

Check Also

বিয়ের এক বছরের মাথায় মৌসুমী মুখে ডিভোর্স প্রসঙ্গ, যা জানা গেলো

‘লাক্স তারকা’র মাধ্যমে বিনোদন জগতে পা রাখা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ সংসার এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *