সম্প্রতি পরীমনি এবং রাজের বিয়ে নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা। বিয়ের ছবি শেয়ার হতে না হতেই হয়েছে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেনই বা হবে না বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি বলে কথা। আলোচনা বিতর্ক কখনোই যেন তার পিছু ছাড়ে না। এইবার উঠে এলো আর এক তথ্য, জন্য গেলো বিয়ের দেনমোহর কত ছিলো।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজকীয় দম্পতির ছবি শেয়ার করেন নির্মাতা রেদওয়ান রনি। সেই ছবি ভাইরাল হতে সময় লাগেনি। সেখানে শুভেচ্ছায় ভাসলেন দুই তারকা। এরপর রাজ ও পরী নিজেরাই ছবি শেয়ার করেন।
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে কাজ করতে গত অক্টোবরে পরীমনি ও রাজ কাছাকাছি আসেন। প্রেমের কিছুদিন পর তারা বিয়ে করেন।
বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন ঢাকাই সিনেমার এই সময়ের সবচেয়ে আলোচিত জুটি রাজ-পরী।
গত শুক্রবার গায়ে গায়ে হলুদের পর শনিবার মধ্যরাতে জমকালো আয়োজনে সম্পন্ন হয় শরিফুল রাজ-পরীমণির বিয়ের অনুষ্ঠান।
বর-কনের মঞ্চ সাজানো হয়েছে সাদা ও হলুদ ফুলে। দুজনের পরনে ছিল বাদামি ও সোনালি রঙের পোশাক।
অতিথি তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের আত্মীয়।
গিয়াস উদ্দিন সেলিম জানান, ১০১ টাকা মূল্যে রাজকীয় ও পরীর বিয়ের অনুষ্ঠান হয়। বিয়েতে আইনজীবী বাবার ভূমিকায় অভিনয় করেছেন আরেক নির্মাতা রেদওয়ান রনি।
প্রযোজক চয়নিকা চৌধুরী বলেন, এই বিয়ে শুধুই আনুষ্ঠানিকতা। কারণ, তারা ইতিমধ্যে বিবাহিত। এই হলুদ ও বিয়ের আয়োজন শুধু দুই পরিবারের আত্মীয়স্বজনের পরিচয় এবং নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা পালনের জন্য।
এই দম্পতি জানিয়েছেন, কিছুদিন আগে তারা ২০২১ সালের ১৬ অক্টোবর ঘরোয়াভাবে বিয়ে করেছেন, বাবা-মা হওয়ার সুসংবাদও দিয়েছেন।
আলোচনা-সমালোচনা এবং বিতর্ক যেন কখনোই পিছু ছাড়ে না পরীমনি কে। কিছুনা কিছুতে সব সময়ই আলোচনার শীর্ষে এই অভিনেত্রী। তাইতো কাবিনে কত টাকা ধার্য করা হয়েছে সে নিয়েও রয়েছে মানুষের কৌতূহল।