Saturday , November 23 2024
Breaking News
Home / Countrywide / না ফেরার দেশে বাবা, জানাজায় গিয়ে বিপাকে পড়লেন হুইপ স্বপন

না ফেরার দেশে বাবা, জানাজায় গিয়ে বিপাকে পড়লেন হুইপ স্বপন

দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা রোগে ভুগে অবশেষে গতকাল সোমবার (১৭ জানুয়ারি) রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে করেছেন সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বাবা শরীফ উদ্দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তবে আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) বাবার জানাজায় এসে রীতিমতো বেশ বিপাকে পড়লেন হুইপ স্বপন।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাবার জানাজায় গিয়ে মোবাইল ফোন হারিয়েছেন বলে জানা গেছে। শুধু তাই নয়, এ সময় দিনাজপুরের হাকিমপুর টাউনশিপের মেয়রসহ বেশ কয়েকজনের মোবাইল ফোনও হাতিয়ে নেয়া হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টায় পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হুইপ স্বপনের পিতা পাঁচবিবি পৌর শহরের টিএনটি পাড়ার বাসিন্দা শরীফ উদ্দিন মন্ডলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় হুইপ স্বপন, হাকিমপুর টাউনশিপের মেয়র জামিল হোসেন চলন্ত, পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের সভাপতি প্রার্থী জিহাদ হোসেনসহ সাতজনের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

এদিকে সংবাদ মাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ওসি জানিয়েছেন, জানাজায় অনেক মানুষের ভিড়ে পুলিশের নিরাপত্তার মধ্যেই হুইপ স্বপনসহ ৭ জনের মুঠো ফোন হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। তবে ফোনগুলো যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।।

About

Check Also

সংস্কারের নামে ভয়াবহ দুর্নীতি-লুটপাট

সংস্কার ও উন্নয়নের নামে কয়েকগুণ বেশি ব্যয় দেখিয়ে হরিলুটের ব্যবস্থা করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *