Thursday , December 12 2024
Breaking News
Home / opinion / মন্ত্রী-আমলারা দাওয়াত করলে জুনিয়র কোনো সাংবাদিককেই পাঠিয়ে দিতাম:ফরিদ কবির

মন্ত্রী-আমলারা দাওয়াত করলে জুনিয়র কোনো সাংবাদিককেই পাঠিয়ে দিতাম:ফরিদ কবির

বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় এবং তুখোড় সাংবাদিকদের মধ্যে একজন ফরিদ কবির। যিনি দির্ঘদিন ধরেই ছিলেন এই পেশার সাথে সংযুক্ত কাজ করেছেন অনেক দিন ধরেই। বর্তমানে লেখালেখি করেই ব্যস্ত সময় পাড় করছেন তিনি। সম্প্রতি লিখেছেন নতুন একটি লেখা। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনি তুলে ধরা হলো হুবহু: আজকের কাগজ-এ থাকতে আমি সম্পাদকীয় পাতা সম্পাদনা করতাম। এখনকার তাবড় লেখক-গবেষকদের অনেকের লেখা প্রথম আমার হাত দিয়েই ছাপা হয়েছে। কতোই বা বয়স তখন? ৩০ বা ৩১? সে সময় প্রায়ই পত্রিকাটির প্রকাশক কাজী শাহেদ আহমেদ তার লেখা দিতেন ছাপানোর জন্য। পত্রিকার মালিক তার লেখা দিচ্ছেন, আর আপনি ছাপাবেন না, এতো ধৃষ্টতা দেখানোর বিষয়টা আপনি এখন কল্পনাই করতে পারবেন না!

এক বছর সময়ে শাহেদ ভাই গোটা পাঁচেক লেখা আমাকে দিয়েছিলেন! লেখা দেয়ার দু-তিনদিন পর লাঠি হাতে এসে হাজির হতেন। বলতেন, ফরিদ কবির, তুমি কি আমার লেখাটা পড়েছো?

আমি বলতাম, পড়েছি, শাহেদ ভাই। কিন্তু এই লেখা ছাপা হলে আপনারই বদনাম হবে। আপনি আরেকটা লেখা দেন।
শাহেদ ভাই অপ্রস্তুত হতেন, কিন্তু সেই লেখাটা ছাপাতে জোর করতেন না। বলতেন, তাহলে, আরেকটা লেখা দিচ্ছি। আমার মাথায় অনেক লেখা ঘুরছে। কালই আরেকটা লেখা পাঠিয়ে দিচ্ছি।

না। যতোদিন আজকের কাগজে ছিলাম, কোনোদিনই তার কোনো লেখা আমি ছাপিনি।

ভোরের কাগজ-এ থাকতে আমার ভালো লাগেনি, এমন কোনো লেখা সম্পাদক মতিউর রহমান চাইলেও আমি ছাপাতাম না। অনেক দিন এমন হতো, আমি পেস্টিং করে চলে আসার পর মতি ভাই কোনো একটি লেখা বদলে তার পছন্দমতো লেখা ঢুকিয়ে দিতেন। পরের দিন এটা নিয়ে তার সঙ্গে ঝগড়া হতো। আর, এ বিষয়টি ছাড়াও আরও কিছু বিষয় নিয়ে তার সঙ্গে আমার দূরত্ব বাড়তে থাকে।এবং এক সময় আমি পত্রিকাটির চাকরি ছেড়ে দিতে বাধ্য হই।

শুধু আমি নই, আজকের কাগজে থাকতে আবু হাসান শাহরিয়ারকেও দেখেছি, সম্পাদক বা পত্রিকার মালিক বলে বিশেষ খাতির ও কাউকে করতো না।

আমরা তরুণ বয়সে জেনেছি, সাংবাদিকতাই স্বাধীন পেশা। একজন সাংবাদিক কাউকে তোয়াক্কা করেন না। আর, সে কারণেই এ পেশার প্রতি তীব্র আকর্ষণ জেগেছিলো। হ্যাঁ, সে সময় কাউকে তোয়াক্কা করিনি। সে সময় কোনো মন্ত্রীর আমন্ত্রণেও কখনো যাইনি। আমরা তখন জানতাম, সিনিয়র সাংবাদিক হলে ওসব মন্ত্রী-ফন্ত্রীদের পাত্তা দিতে নেই! অনেক মন্ত্রী-আমলা দাওয়াত করলে জুনিয়র কোনো সাংবাদিককেই পাঠিয়ে দিতাম। বলতাম, যাও, পাঁচতারা হোটেলে খেয়ে এসো।

এখন দেখি, প্রায় সব সিনিয়র সাংবাদিকই আমলা-মন্ত্রীদের দাওয়াতে যান। অনেকে যাওয়ার জন্য মুখিয়ে থাকেন।

আহসান হাবীবের মতো সাহিত্য সম্পাদককে দেখেছি, সম্পাদক বলে শামসুর রাহমানকেও তিনি রেহাই দিতেন না।শুনেছি, পছন্দ না হলে তার লেখাও ফেরত পাঠিয়ে দিতেন!

এখন প্রায়ই সাহিত্য সম্পাদকদের বলতে শুনি, স্বাধীনতা নেই বলেই তিনি মনমতো কাজ করতে পারছেন না! এতো পরাধীন লোক কীভাবে সাংবাদিক হয়? কীভাবে সাহিত্য সম্পাদক হয়? পরাধীন মানুষ আসলে অর্ধমানব! সে না-সাংবাদিক, না-সাহিত্যিক, না-সাহিত্য সম্পাদক!

আমি হয়তো এ জীবনে কিছুই হতে পারিনি। কিন্তু পরাধীনতা সহ্য করিনি। যা কিছু করেছি, স্বাধীনভাবেই করেছি। কাউকে পরোয়া করে নয়।আজ পর্যন্ত লেখক বা কবি হওয়ার জন্য, কিংবা কোনো পুরস্কার বা স্বীকৃতির জন্য কোনো পত্রিকা বা প্রতিষ্ঠানের কাছে কখনো হাত পাতিনি। কোনো তদবির তো দূরের কথা, গত ৩০ বছরে নিজে থেকে কোথাও লেখা পাঠিয়েছি, এ কথাও কেউ বলতে পারবেন না।

আমি এটুকুই বুঝি, না চাইতে যেটুকু পাওয়া যায়, আমি তারই যোগ্য। সে অর্থে এ জীবনে মানুষের যেটুকু ভালোবাসা আমি পেয়েছি, তাতেই আমি সন্তুষ্ট। এ কারণে কোনো ক্ষমতাধর পরিচালক-মহাপরিচালকের সুনজরে না থাকলেও আমার চলবে। এমন কারোর সঙ্গে আমার সম্পর্ক দেখলে ধরে নেবেন, তা আছে বিনা স্বার্থেই।।

উল্লেখ্য, তার এই লেখনি পাঠক মহলে সাড়া ফেলেছে ব্যাপক। বিশেষ করে তার এই লেখনি প্রশংসা পেয়েছে অনেক। আর এই কারনে তিনি পাঠক মহলে পেয়েছেন আরো বেশি জনপ্রিয়তা।

About Ibrahim Hassan

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *