Sunday , November 24 2024
Breaking News
Home / Countrywide / দিনমজুরের স্ত্রীর দাফনে বাধা মেয়র লোকমানের, স্বজনসহ গালিগালাজ গোরোস্থানের কর্মীদেরও

দিনমজুরের স্ত্রীর দাফনে বাধা মেয়র লোকমানের, স্বজনসহ গালিগালাজ গোরোস্থানের কর্মীদেরও

সামান্য একজন দিনমজুরের স্ত্রী হওয়ায় লাশ দাফনে শুধু বাধাই দেননি, নিহতের স্বজন-সহ অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন যারা কবরের মাটি খোঁড়ার কাজ করছিলেন তাদেরকেও। বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। আর এ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে বইছে নানা আলোচনা সমালোচনা।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, আজ রোববার (৯ জানুয়ারি) সকালে দিনমজু সিদ্দিকুর রহমান স্ত্রী আয়েশা আক্তারের লাশ নিয়ে দাফন করতে গেলে এমন কাণ্ড ঘটান পৌর মেয়র লোকমান ডাকুয়া। এ সময় মেয়র লোকমান ডাকুয়া নিহতের স্বজনদের গালিগালাজ করেন এবং যারা কবরের মাটি খোঁড়ার কাজ করছিলেন তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

তাদের গালাগালের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সমালোচনার ঝড় বইছে পুরো বাকেরগঞ্জজুড়ে।

এমন খবরে কয়েকশ মানুষ সেখানে জড়ো হয় এবং কেন লাশ ওই গোরস্থানে দাফন করা যাবে না- জানতে চান মেয়র লোকমানের কাছে। কোনো জবাব দিতে না পেরে জনগণের তোপের মুখে সটকে পড়েন লোকমান। এ ঘটনা জানাজানি হলে এলাকাজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

একজন দিনমজুরের স্ত্রী। তাই মেয়র লোকমান তার স্ত্রীর লাশ ওই কবরস্থানে দাফন করতে দেবেন না বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। ঘটনাস্থল থেকে মেয়র লোকমান ডাকুয়া সটকে পড়লে ওই গোরোস্থানেই তাকে দাফন করে এলাকাবাসী ।

এদিকে মেয়র লোকমানের বিরুদ্ধে উঠা এ অভিযোগের আলোকে মুঠো ফোনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোনটি রিসিভ না করার এ ব্যাপারে তার পক্ষ থেকে কিছুই জানা যায়। তবে এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে।

About

Check Also

সংস্কারের নামে ভয়াবহ দুর্নীতি-লুটপাট

সংস্কার ও উন্নয়নের নামে কয়েকগুণ বেশি ব্যয় দেখিয়ে হরিলুটের ব্যবস্থা করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *