Thursday , December 12 2024
Breaking News
Home / Abroad / উড্ডয়নের আগে বিমানে ত্রুটি, আবুধাবিতে বিপাকে ১২০ বাংলাদেশি

উড্ডয়নের আগে বিমানে ত্রুটি, আবুধাবিতে বিপাকে ১২০ বাংলাদেশি

বিভিন্ন সময় বিমানের যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা যায় এবং কখনো কখনো মাঝ আকাশে সেটি পরিলক্ষিত হয় তবে মাঝে আকাশে যখন এটি পরিলক্ষিত হয় তখন বিপদের অনেক আশঙ্কা থাকে সম্প্রতি আবুধাবিতে শতাধিক বাংলাদেশি যাত্রী নিয়ে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমানের ত্রুটি লক্ষ্য করা যায় এবং এর পরপরই সেখানে আটকা পড়েছে যাত্রীরা তবে সবথেকে ভালো খবর হচ্ছে বিমানটি উড্ডয়নের আগেই এটি পরিলক্ষিত হয় যার ফলে যাত্রীদের আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ ছিল না

উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমানে ত্রু’টি দেখা দেওয়ায় আবুধাবিতে ১২০ বাংলাদেশি বিমান যাত্রী আ’টকা পড়েছেন।আবুধাবি থেকে ১২০ যাত্রীকে আনতে রোববার রাত ১১টার দিকে বিমানের বোয়িং ৭৩৭ মডেলের একটি উড়োজাহাজ ঢাকা ত্যাগ করে।

সোমবার সকাল ১০টার দিকে বিমানের ওই ফ্লা’ইটটি রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু উ’ড্ডয়নের আগে বিমানের ফ্লা’ইট ক’ন্ট্রোল ডিভা’ইস ন’ষ্ট হয়ে যায়। দুই ঘণ্টা চেষ্টা করেও ঠিক করতে না পারায় ফ্লাই’টটি গ্রাউন্ডেড ঘোষণা করা হয়। এতে ভো’গা’ন্তিতে পড়েন বিমানে থাকা নারী ও শিশুসহ অন্য যাত্রীরা। সঙ্গে খাবার না থাকায় অবর্ণনীয় ক’ষ্ট করতে হয় তাদের। পর তাদের একটি হোটেলে নিয়ে রাখা হয়।

জানা গেছে, আজ সন্ধা ৭টার দিকে পার্টস নিয়ে বিমানের আরেকটি ফ্লাইট আবুধাবি যাবে। তার পর সেটি মেরামতের পর ঢাকার উদ্দেশে রওনা দেবে। তবে ফ্লাইটটি ঠিক কখন আবুধাবি থেকে রওনা দেবে তা নিশ্চিত নয়।

এদিকে আবুধাবিতে আট’কাপড়া যাত্রীদের জন্য সকাল থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় রয়েছেন স্বজনরা। নির্ধারিত সময়ের পরও ফ্লাইটটি না আসায় তারাও চরম ভো’গান্তি’তে পড়েছেন। কখন তারা ফিরবেন, সেই অপেক্ষায় প্রহর গুনছেন আত্মীয়রা।

এবার দেখা গেল উদ্দিনের আগে বিমানে ত্রুটি ধরা পড়ায় আবুধাবিতে বিপাকে পড়েছে শতাধিক বাংলাদেশি মূলত উন্নয়নের আগে বিমানে ত্রুটি দেখা দিয়েছিল যার ফলে এই বিপত্তি বেঁধে যায় সেখানে যাত্রী আটকা পড়ে যায় এবং পরবর্তীতে ঐ সকল যাত্রীদের আনতে গত রবিবার রাতে একটি বিমান ঢাকা থেকে সেখানে গিয়ে পৌঁছায়।

About

Check Also

প্রবাসীদের জন্য সুখবর, সহজেই মিলবে ইতালি থেকে আমেরিকার ভিসা

বর্তমানে প্রায় ১৪০ হাজার প্রবাসী বাংলাদেশি ইতালিতে অবস্থান করছেন। যাদের অনেকেই দেশ থেকে অন্য দেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *