দীর্ঘ দুই বছর আগে বাসা থেকে বের হয়ে নিহত হন কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকার বাসিন্দা শাবাত। এ ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করেছেন তার বাবা-মা। এরই ধারাবাহিকতার মধ্য দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। কিন্তু দুই বছর পার হতে চললেও এখনও এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ।
আর এবার ক্ষোভ প্রকাশ করে আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কুমিল্লা নগরীর মুন্সেফ কোয়ার্টার এলাকার বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে শাবাতের মা কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রাফিয়া আক্তার ডেইজি বলেন, ‘দুই বছর পার হলেও এখনো শাবাতের খু’নিরা ধরা পড়েনি। দীর্ঘ দুই বছর আমরা রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। শাবাতের আব্বা লিয়াকত আলী খান সন্তানের শোকে অসুস্থ হয়ে গেছেন। মৃত্যুর আগে সন্তান হ’ত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যেতে চাই।’
এদিকে এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা মতিউর রহমানের যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এখনও পর্যন্ত তারা এ ঘটনার কোনো ক্লু খুঁজে পাননি। তবে শাবাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।