Saturday , November 23 2024
Breaking News
Home / Countrywide / নৌকার অবস্থানটা ভালো নেই, আমরা ঘোড়া মার্কার ভোট করছি: নৌকার বিরুদ্ধে আ.লীগ নেতা(ভিডিও)

নৌকার অবস্থানটা ভালো নেই, আমরা ঘোড়া মার্কার ভোট করছি: নৌকার বিরুদ্ধে আ.লীগ নেতা(ভিডিও)

দেশের বিভিন্ন ইউনিয়নে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে নানা ধরনের চমকপ্রদ খবর উঠে আসছে বিভিন্ন মাধ্যমে। এবার এই নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার একজন ব্যবসায়ী এক আওয়ামী লীগ নেতা আলোচনায় এসেছেন যিনি নৌকার বিরুদ্ধে একটি গোপন বৈঠকের মাধ্যমে নৌকাকে পরাজিত করার পরিকল্পনা করেছেন। এমন ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরে ঘটনাটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়েছে। এই ঘটনায় তাকে আ.লীগের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে ভিডিওটি কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে সেটা জানা যায়নি। তবে ভিডিওটি দেখে ধারনা করা হচ্ছে, বৈঠকে উপস্থিত কেউ একজন এমন কাজটি করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ২ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সেখানে কুষ্টিয়ার একজন জাতীয় পর্যায়ের নেতার উদ্ধৃতি দিয়ে বক্তব্য রাখছেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ অটোরাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চাল ব্যবসায়ী ওমর ফারক।

বৈঠকে তিনি বলেন, ‘আমাদের এখানে গ্যাঞ্জামের পর আসামিদের ছাড়ানোর জন্য আমি নেতার সঙ্গে কথা বলেছি।
তিনি বলেছেন, নৌকার অবস্থানটা ভালো নেই। ওর (নৌকার প্রার্থী) যা অবস্থা, তাতে ভোট চাওয়ার মতো, করার মতো অবস্থা নেই।’

ওই ভিডিওতে ওমর ফারক বলেন, ‘ওসব বিশ্লেষণে যাবো না। আমরা ঘোড়া মার্কার ভোট করছি। আমার নৌকার ক্যান্ডিডেটের অবস্থা সবাই জানেন, তার পক্ষে জেতা সম্ভব নয়। তাই নির্দেশনা আসছে ঘোড়া মার্কার (বিদ্রোহী প্রার্থী) ভোট করার।’ তিনি বলেন, ‘আমি কোনো নেতার নাম বললাম না, তবে আমি সিগনাল মতো কথা বলছি।’

এ সময় উপস্থিত নেতারা প্রশ্ন করলে তিনি বলেন, ‘কে সিগনাল দিয়েছে আমি বলতে পারবো না। এতো বিশ্লেষণ করে বলা সম্ভব নয়। আমাকে বলেছে ঘোড়া মার্কার ভোট করতে, আমি ঘোড়া মার্কার ভোট করছি।’ তিনি বলেন, ‘আমার সাহস নাই নৌকা মার্কার বিরুদ্ধে ভোট করার। আমি নৌকাকে জেতাতে পারছি না। যেহেতু আমাদের আওয়ামী লীগ করা একজন লোক দরকার সেই হিসেবে এই নির্দেশনা দিয়েছেন।’

সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কয়েকজন নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই বৈঠকটি হয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার সিদ্দিকের অফিসে। ২৫ ডিসেম্বর দুপুর ১২টার দিকে এই বৈঠকে ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বিষয়টি স্বীকারও করেছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার সিদ্দিক।

তিনি বলেন, ‘ইউনিয়নের বর্তমান পরিস্থিতি ও সংঘর্ষের ঘটনায় সাধারণ সম্পাদক সম্পাদকসহ নেতা-কর্মীদের নামে মামলা হয়েছে। এ পরিস্থিতিতে কী করণীয় ঠিক করতে আমি সব ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদককে ডেকেছিলাম। সেখানে আমি কোনো কথা বলিনি। ওমর ফারুকই এসব বলেছেন। তবে ঘোড়া মার্কায় ভোট করার তার এ প্রস্তাব নেতারা সবাই মেনেও নেননি।’ আবু বক্কার বলেন, দুপুরের নামাজের আগে এসব আলোচনা হয়। পরে নামাজ পড়ে এসে সবাই খাওয়া দাওয়া করেন।

ভিডিওর ওই বক্তব্যের কথা স্বীকার করেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওমর ফারুকও। তিনি বলেন, কেউ একজন গোপনে এই ভিডিও করেছেন। তবে কোন নেতা এই সিগনাল দিয়েছেন তার নাম তিনি বলেননি। এ ব্যাপারে কথা হয় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার সঙ্গে। তিনি বলেন, এরকম ভিডিওর ব্যাপারে তিনি জানেন না। তবে দলের বিপক্ষে কেউ কথা বললে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ঐ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এম এ মমিন মন্ডল তিনি ফের নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। তিনি এই ঘটনার প্রেক্ষিতে বলেন, গেপনে যে বৈঠক করেছিল সেটা আমি বেশ কয়েকবার দেখেছি। তার বক্তব্যও শুনেছি। এটা খুব নিন্দাজনক একটি কাজ। আমি এই ধরনের কারসাজির বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং সেই সাথে প্রতিবাদ জানাচ্ছি। ওমর ফারুককে তিনি উদ্দেশ্য করে জানিয়েছেন, ‘তিনি আওয়ামী লীগে থেকে যেটা করেছেন সেটা সাধারনত অনুপ্রবেশকারীরাই করে থাকে। তিনি আগে জামায়াত করতেন। তিনি দলবদল করলেও জামায়াত-বিএনপিকে মন থেকে ছাড়তে পারেননি। তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি হয়তো নৌকার বিপক্ষে কাজ করছেন।’

About

Check Also

সংস্কারের নামে ভয়াবহ দুর্নীতি-লুটপাট

সংস্কার ও উন্নয়নের নামে কয়েকগুণ বেশি ব্যয় দেখিয়ে হরিলুটের ব্যবস্থা করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *