Friday , November 22 2024
Breaking News
Home / Countrywide / হুদা মার্কা নির্বাচন দেখেছি, আবার কি রকিব মার্কা নির্বাচন হবে: বিএনপি নেতা

হুদা মার্কা নির্বাচন দেখেছি, আবার কি রকিব মার্কা নির্বাচন হবে: বিএনপি নেতা

সম্প্রতি বাংলাদেশর নির্বাচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বের মেয়াদ উর্ত্তীন হয়েছে। এরই লক্ষ্যে নতুন কমিশন গঠন নিয়ে চলছে বেশ আলোচনা-সমালোচনা। অবশ্যে বর্তমান সময়ে এখনও দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের দায়িত্ব থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এরই লক্ষ্যে দেশের রাজনৈতিক দল গুলো সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি তুলেছে। এদিকে নির্াবচন কমিশন গ ঠনে সংলাপের ডাক দিয়েছে রাষ্ট্রপ্রতি। এই বিষয়ে বেশ কিছু কথা জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে সংলাপ ডাকলেও রাষ্ট্রপতি সরকারের কথার বাইরে যেতে পারবে না বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে ভেল্কিবাজি ও বায়োস্কোপ দাবি করে তিনি বলেন, ‌‘এই সরকারের রাষ্ট্রপতি সংলাপ ডেকেছেন। সুতরাং সরকারের কথার বাইরে তো এক ধাপও তিনি এগুতে পারবেন না।’ সোমবার রাজধানীর শেরে-ই বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও তার রুহের মাগফেরাত কামনা করে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খুলনা জেলা মহানগর নবগঠিত আংশিক কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে যান রিজভী। রিজভী বলেন, ‘আপনারা জানেন রাষ্ট্রপতি আজ সংলাপ করছেন। নির্বাচন কমিশন গঠন নিয়ে এ সংলাপ। আমি বলতে চাই, রাষ্ট্রপতি তো দেশের অবিভাবক। তিনি যদি অভিভাবক হন, তাহলে সারা জাতি কী চান, তাদের কণ্ঠ থেকে কী শব্দ বের হচ্ছে- এটা তো একজন অভিভাবকের বোঝার কথা। একটি পরিবারে যিনি অভিভাবক যেমন পরিবারের অন্যান্য সদস্য বা সন্তানের অভাব অভিযোগ শোনেন এবং সেই অনুযায়ী ব্যবস্থাও নেন। রাষ্ট্রের অভিভাবকের তো সেটাই করার কথা। ’

তিনি বলেন, ‘আজ নির্বাচন কমিশন গঠনে যে আইন করার কথা, সে আইন তো করা হয়নি। এ ছাড়া দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা করা দরকার সেটাও করা হয়নি। তাহলে রাষ্ট্রপতি কসের সংলাপ করছেন? আবার কি একটা হুদা মার্কা নির্বাচন হবে? আবার কি আরেকটি রকিব মার্কা নির্বাচন হবে? হুদা মার্কা নির্বাচনে দেখেছি নিশিরাতের নির্বাচন, দিনে নির্বাচন হয় না; রাতে হয়। রকিব মার্কা নির্বাচনে দেখেছি চতুষ্পদ জন্তু ঘুরে বেড়ায়, সেখান ভোটাররা ভোট কেন্দ্রে যায় না। এই হচ্ছে পরিস্থিতি। সংলাপের নামে যে ভেল্কিবাজি বায়োস্কোপ করা হচ্ছে এর জন্য আওয়ামী লীগ সরকারকে একদিন জবাবদিহি করতে হবে।’ বিএনপির এই নেতা বলেন, ‘অবৈধ এই সরকারের পক্ষ হয়ে রাষ্ট্রপতি যে সংলাপ করছেন এটা জনগণ ও ভোটাদের প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা করা। আজকে ডিসেম্বর মাস, বিজয়ের মাস। এই জাতি ৯ মাস র/ক্ত/ক্ষ/য়ী যু/দ্ধে/র মধ্য দিয়ে ভৌগোলিক স্বাধীনতা আমরা পেয়েছি। কিন্তু প্রকৃত অর্থে যে স্বাধীনতা তা আমরা পাইনি। কারণ আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন, তখনই তারা গণতন্ত্রকে কষাইয়ের মতো হ/ত্যা করেছেন। গণতন্ত্রের মধ্যে যে বিষয়গুলো হলো নাগরিক স্বাধীনতা, প্রত্যেক নাগরিকের চলাচলের যে নাগরিক স্বাধীনতা, তাদের সমাবেশ করার স্বাধীনতা, বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতা সকল স্বাধীনতাকে গলা টিপে হত্যা করেছে যারা ক্ষমতাসীন আছেন।’

রিজভী বলেন, ‘স্বাধীনতা পরবর্তী সময়েও করেছেন, এখনো করছেন। স্বাধীনতার যে মূল বার্তা, মূল চেতনাই তো ছিল গণতন্ত্র যেটা তৎকালীন পশ্চিম পাকিস্তানিরা দিতে চাননি বলেই যুদ্ধে রূপ নিলো। ৩০ লাখ মানুষ শহীদ হলো, দুই লাখ মা-বোন ইজ্জত দিলো তার বিনিময়ে স্বাধীনতা পেলাম। আজকে আওয়ামী লীগ সেই পাকিস্তানিদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’ সরকার বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করছে উল্লেখ করে রিজভী আরও বলেন, ‘গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বন্দি করে রাখা হয়েছে। তার যে মৌলিক অধিকার বিদেশে উন্নত চিকিৎসার সেটাও সরকার দিচ্ছে না। সরকার একটা অমানবিক দৃষ্টান্ত স্থাপন করলো।’

দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে অভিযোগের শেষ নেই। ভোট কারচুপি ও জালিয়াতির মধ্যে দিয়ে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতা দখল করেছে আওয়ামীলীগ দল এমনও অভিযোগ রয়েছে। তবে বরাবারই আওয়ামীলীগ দল এবং নির্বাচন কমিশন অভিযোগ অস্বীকার করে আসছে। এমনকি তারা জানিয়েছে দেশে সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

About

Check Also

থানায় অভিযোগ জানাতে গিয়ে উল্টো কট ব্যারিস্টার শাহজাহান ওমর

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে কাঁঠালিয়া থানার একটি মামলায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *