Sunday , November 24 2024
Breaking News
Home / Countrywide / যৌক্তিক কারণ বলা হয়নি, যেখানে নামই ঠিক নেই সেখানে শপথ কি ঠিক আছে: দুদু

যৌক্তিক কারণ বলা হয়নি, যেখানে নামই ঠিক নেই সেখানে শপথ কি ঠিক আছে: দুদু

আওয়ামীলীগ এবং বিএনপি দেশের বৃহত্তম দুটি রাজনৈতিক দল। এমনকি একে অন্যের সবচেয়ে বড় শক্তিশালী প্রতিদ্বন্ধি। প্রায় এই দুই দলের নেতাকর্মীরা একে অন্যের সঙ্গে নানা বিষয় নিয়ে নিয়ে তর্ক-বির্তকে জড়িয়ে পড়ে। অবশ্যে বর্তমান সময়ে সরকারের দায়িত্বে রয়েছে আওয়ামীলীগ দল। তবে এই দলটির বিরুদ্ধে অভিযোগের শেষ নেই বিএনপি দলের। সম্প্রতি এই আওয়ামীলীগ দলের বিরুদ্ধে নয়া কিছু অভিযোগ তুলে ধরলেন বিএনপি দলের ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

ওয়ান-ইলেভেনে মঈন উদ্দিন আহমেদ-ফখরুদ্দীন আহদের সঙ্গে আপস করলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ দেশের প্রধানমন্ত্রী পদে থাকতেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ‘বেগম খালেদা জিয়াকে আমরা আপসহীন নেত্রী বলি। তিনি অন্যায়ের সঙ্গে আপস করেননি। তাই তিনি আজকে কারাগারে আছেন। দীর্ঘ প্রায় তিনটি বছর তাকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছে এই সরকার। তিনি জেনারেল মঈনের সঙ্গে আপস করলে আজ প্রধানমন্ত্রী থাকতেন। বেগম খালেদা জিয়া বলেছিলেন, ওরা (মঈন-ফখরুদ্দিন) আমার কাছেও এসেছিল। তারা যে অন্যায় করেছিল সংবিধানকে পদদলিত করে ১/১১ সৃষ্টি করেছিল, তাদের সঙ্গে বেগম জিয়া কোনো আপস করতে রাজি হননি।’ শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম কবীর মুরাদের দ্বিতীয় মৃ/ত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ান-ইলেভেন ও বর্তমান সরকারের সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, ‘আপস না করায় জেনারেল মঈন তার (খালেদা জিয়াকে) রাজনীতি শেষ করতে চেয়েছিলেন। আজকের সরকারও বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে অপসারণ করতে চায়। মঈন উদ্দিন আহমেদ কর্মসূচি বর্তমান সরকার পালন করছে। জেনারেল মঈন ছিলেন ভারতের সেবাদাস ও গণতন্ত্রবিরোধী। গায়ের জোরে তিনি দুটি বছর বাংলাদেশের সংবিধানকে তছনছ করেছিলেন। আইনের শাসনকে তছনছ করেছিলেন। সেগুলোর সবকিছুকে বৈধতা দিয়েছে বর্তমান সরকার।’

মুজিববর্ষের অনুষ্ঠানে বানান ভুল ও শপথবাক্য পাঠের সমালোচনা করে তিনি বলেন, ‘অনুষ্ঠানে মুজিববর্ষ বানান ভুল লেখা হয়েছে। কিন্তু কেন ভুল হয়েছে, তার কোনো যৌক্তিক কারণ বলা হয়নি। তার সামনে দাঁড়িয়ে নিশিভোটের প্রধানমন্ত্রী এবং তার বোন শপথবাক্য পাঠ করেছেন। যেখানে নামই ঠিক নেই, সেখানে শপথ কি ঠিক আছে?’ কবির মুরাদের স্মৃতিস্মারণ করে দুদু বলেন, ‘বেগম জিয়া যখন যেটা করেছেন, সেটারই স্বপক্ষে ছিলেন কবির মুরাদ। কোনো অবস্থাতেই তিনি নেত্রীর সিদ্ধান্তের বাইরে যাননি, যার কারণে অনেক সময় তার ওপর নি/র্যা/ত/ন নেমে এসেছিল।’

১৬ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই বছর বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করেছে। এই মহান বিজয়ের স্বাধীনতার সূবর্নজয়ন্তি নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নাগরিকদের শপথ বাক্যে পা ঠ কড়িয়েছেন। তবে এই শপথ বাক্যেকে পা ঠ করানোকে ঘিরে প্রশ্ন তুলেছে বিএনপি দলের নেতাকর্মীরা। এবং জানিয়েছে যেখানে নামই ঠিক নেই, সেখানে শপথ কি ঠিক আছে।

About

Check Also

সংস্কারের নামে ভয়াবহ দুর্নীতি-লুটপাট

সংস্কার ও উন্নয়নের নামে কয়েকগুণ বেশি ব্যয় দেখিয়ে হরিলুটের ব্যবস্থা করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *