Sunday , November 24 2024
Breaking News
Home / Entertainment / আমরা সবাই সিরিয়াস, এটা খুবই আনন্দের: জয়া

আমরা সবাই সিরিয়াস, এটা খুবই আনন্দের: জয়া

শোবিজ অঙ্গনের পরিচিত এবং জনপ্রিয় চেনা মুখ অভিনেত্রী জয়া আহসান। তিনি ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দুই বাংলাতেই সমান ভাবে জনপ্রিয়। এমনকি তিনি দুই বাংলার সিনেমাতেই অভিনয় করে থাকেন। এবং তিনি তার কাজের মধ্যে দিয়ে দুই দেশের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি নতুন আরেকটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই বিষয়ে জানালেন বেশ কিছু কথা।

দুই বাংলায় সমানতালে কাজ করছেন অভিনেত্রী জয়া আহসান। প্রতিটি ছবিতে নিজেকে ভাঙার পাশাপাশি তার অভিনয় মুন্সিয়ানা দর্শকদের কাছে বরাবরই প্রশংসিত। সেই ধারাবাহিকতায় এবার আরো একটি কলকাতার ছবিতে নাম লেখালেন জয়া। ‘কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করবেন নির্মাতা সৌকর্য ঘোষাল। বঙ্গভঙ্গের উত্তাল সময়ের পটভূমিতে ছবিটি নির্মিত হবে। খবরটি নিশ্চিত করেছেন জয়া আহসান নিজেই।

নতুন এই ছবির সাইনিং ও প্রি-প্রোডাকশনের কাজে সম্প্রতি কলকাতায় গেছেন জয়া আহসান। তিনি বলেন, ‘আবারো কাজ করছি এখানকার ভীষণ মেধাবী নির্মাতা সৌকর্যর সঙ্গে। নতুন কাজটির জন্যই এবার কলকাতায় আসা। শুটিং শুরু হচ্ছে ১৮ ডিসেম্বর থেকে। এখন চলছে টানা রিহার্সেল, স্ক্রিপ্ট পাঠ আর কস্টিউমের কাজ। ইতিহাস নির্ভর হওয়ায় আমরা সবাই ছবিটি নিয়ে সিরিয়াস। আমাদের উপমহাদেশে জন্য বঙ্গভঙ্গ তাত্পর্যপূর্ণ একটি ঘটনা হলেও চলচ্চিত্রে বিষয়টি সেভাবে উঠে আসেনি। অবশেষে সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে ছবি নির্মিত হচ্ছে, এটা খুবই আনন্দের। অরবিন্দ ঘোষ বা বাঘা যতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে ছবিতে উঠে আসবেন এমন বহু বিপ্লবী, যাদের নাম অনেকে জানেন না। ইতিহাসে তারা উপেক্ষিত। ১৯০৫ সালে ইংরেজরা যখন বাংলা ভাগ করার পরিকল্পনা করছে তখন বিপ্লবী সংগঠন যুগান্তর এর বিরোধিতা করে। বাংলায় সশস্ত্র বিপ্লব শুরু হয় মূলত অরবিন্দ ঘোষের নেতৃত্বে। সেই বিক্ষুব্ধ সময়টাকে ধরার চেষ্টা থাকছে এই ছবিটিতে।’

নতুন এই ছবিটির চিত্রনাট্য করেছেন সৌকর্যর স্ত্রী পূজা চট্টোপাধ্যায় ও প্রিয়ক মিত্র। নির্মাতা সৌকর্য ঘোষাল বলেন, ‘আমি ইতিহাসের ছাত্র, তাই চাইনি আমার ছবিতে ইতিহাসে কোনো ভুল থাকুক। সে কারণেই আবারো পরীক্ষিত অভিনেত্রী জয়া আহসানকে বেছে নিয়েছি। জয়া ছাড়া ছবিটিতে আরো অভিনয় করবেন কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যাপাধ্যায় প্রমুখ। এছাড়া ইতিহাসের বাঘাযতীন ও অরবিন্দের চরিত্রে থাকবে নতুন মুখ। শিগগিরই কলকাতা ও ঝাড়খণ্ডে ছবিটির শুটিং শুরু হবে বলে জয়া জানিয়েছেন। এর আগে জয়া নির্মাতা সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’ ও ‘ওসিডি’তে অভিনয় করেছেন।

জয়া আহসান তার অভিনীত সিনেমার মধ্যে দিয়ে দর্শক মাঝে বেশ প্রশংসিত হয়েছেন। শুধু তাই নয় দর্শক মনে করে নিয়েছেন বিশেষ জায়গা। তার অভিনীত সিনেমার জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষায় থাকে দর্শকরা। বর্তমান সময়ে এই জনপ্রিয় অভিনেত্রীর রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগী।

About

Check Also

আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন তিশা (ভিডিও)

সম্প্রতি ঢাকার দোহার উপজেলার এক জমিদার বাড়িতে নাটকের শুটিং চলাকালীন ঘটে বিব্রতকর একটি ঘটনা। ‘প্রেমিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *