একের পর এক বিতর্কিত কাণ্ড ঘটিয়ে সম্প্রতি দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনামে আসেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। গত বেশকিছু দিন ধরেই তার এমন আচরণে রীতিমতো প্রায় সকলেই যে অসস্তিতে ছিলেন, তা তার পদত্যাগের পরই বোঝা যাচ্ছে। জানা যায়, এই মুহুর্তে দেশের বাইরে রয়েছেন ব্যাপক আলোচিত ক্ষমতাসীন দলের সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী।
তবে সম্প্রতি এ ঘটনায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে রাষ্ট্র মামলা করতে পারত কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যদি কেউ সংক্ষুব্ধ হয়, তার তো অধিকার রয়েছে মামলা করার। এটা তো ব্যাপার নয়। আমার কাছে জিজ্ঞাসা করছেন কেন? আপনি যদি সংক্ষুব্ধ হন, আপনি মামলা করবেন। কেন রাষ্ট্র মামলা করবে? রাষ্ট্র তো সংক্ষুব্ধ নয়।’
শনিবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এদিকে এর আগে জিয়া পরিবার নিয়ে বিতর্কিত মন্তব্য ও ঢাকাই সুপার স্টার অভিনেত্রী মাহিয়া মাহি ও চিত্রনায়ক ইমনের সঙ্গে একটি ফোনালাপ ফাঁস হওয়ার জের ধরে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন মুরাদ।