Wednesday , November 29 2023
Breaking News
Home / Entertainment / এক সময়ে বাবার দ্বিতীয় বিয়েকে ঘৃণা করার কারন জানালেন সালমান

এক সময়ে বাবার দ্বিতীয় বিয়েকে ঘৃণা করার কারন জানালেন সালমান

সালমান খান। বিশ্বের তুমুল জনপ্রিয় অভিনেতদের মধ্যে তিনি একজন। তাই নতুন করে তাকে পরিচয় করিয়ে দেয়ার কোনো কিছু নেই। তবে ভক্তদের মাঝে ‘বলিউড ভাইজান’ নমেই অধিক পরিচিতি পেয়েছেন তিনি। এদিকে গুণী এই অভিনেতার বাবা সেলিম খান। তিনি ভারতীয় হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা। ব্যক্তিগত জীবনে দাম্পত্য কলহের জের ধরে ১৯৮১ সালে তিনি সালমান খানের মা সুশিলা চরকে ছেড়ে বিয়ে করেন বলিউডের চিত্রনায়িকা হেলেনকে। এই বিয়ে নিয়ে সালমান কতটা অসন্তুষ্ট ছিলেন, তা প্রকাশ করলেন সম্প্রতি। খবর হিন্দুস্তান টাইমসের।

এক সাক্ষাৎকারে সালমান বলেন, সে সময় আমার ১০ বছর বয়স ছিল। বাবা হেলেনা আন্টিতে বিয়ে করলেন। এতে আমার মা খুবই কষ্ট পেয়েছিলেন। এ ঘটনায় মাকে কষ্টে দেখে আমিও বাবার দ্বিতীয় বিয়েকে ঘৃণা করা শুরু করি। যদিও বাবা জানিয়েছিলেন, তিনি আমার মাকে এখনও ভালোবাসেন এবং আমাদের পাশে সারাজীবন থাকবেন।

হেলেনকে মেনে নিতে অনেক সময় লেগেছিল সালমান খানের। সে কথা জানিয়ে সালমান বলেন, হেলেন আন্টিতে মেনে নিতে আমার বেশ কিছু সময় লেগেছিল। বিশেষ করে মা যখন বাড়িতে ফিরে আসার জন্য বাবার অপেক্ষা করতেন, সেসময় তাকে দেখে আমার খুবই কষ্ট হতো। মায়ের এই সিদ্ধান্তকে আমি ঘৃণা করতাম। তবে এখন হেলেন আন্টি আমাদের পরিবারেরই একজন সদস্য।

সাধারণত পরিবারের বিষয়ে মুখ খোলেন না সালমান। ক্যারিয়ার নিয়ে কথা বললেও, তার মুখে পারিবারিক কোনো বিষয়ে তেমন কিছুই শোনা যায় না। বিশেষ করে বাবার বিয়ে নিয়ে কখনওই আলোচনা পছন্দ করেন না সালমান। তবে সম্প্রতি এ সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন তিনি।

এদিক ব্যক্তিগত জীবনে নিজেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি সালমান খান। আর এ জন্য তাকে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমের শিরোনামে আসতে হয়েছে। তবে বয়স ৫৫ পেরিয়ে গলেও এখনও গুণী এই তারকাকে বিয়ে করতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন হাজারও তরুণী

About

Check Also

কবরের পাশ থেকে উঠছেন না পরীমনি, বললেন ‘একদিন আমারও শেষ গন্তব্য এই বাড়ি’

ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির একমাত্র অভিভাবক হিসেবে বেঁচে ছিলেন তার নানা শামসুল হক গাজী। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *